দেশে বাড়ছে মাঙ্কিপক্স, রোগী সামলাতে ৩ বেসরকারি হাসপাতালকে বিশেষ নির্দেশ
মাঙ্কিপক্স নিয়ে শান্তিতে থাকার দিন বোধহয় শেষ হওয়ার পথে। দেশে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এবার তাই ৩ বেসরকারি হাসপাতালের কাছে পৌঁছল বিশেষ নির্দেশ।
দেশে একটা দুটো করে ক্রমশ মাঙ্কিপক্সে আক্রান্ত বেড়েই চলেছে। দিল্লিতে ফের এক ব্যক্তির দেহে মাঙ্কিপক্স মিলেছে। এই নিয়ে রাজধানীতে ৩ জন মাঙ্কিপক্স রোগীর খোঁজ মিলল।
এদিকে দিল্লি বলেই নয়, দেশের অন্য অংশেও এক এক করে ধরা পড়ছে মাঙ্কিপক্সে আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ইতিমধ্যেই মাঙ্কিপক্স নিয়ে সতর্কতা জারি করেছে। ফলে আর বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা হিসাবে অবহেলা করা যাচ্ছেনা। অন্তত সরকারি উদ্যোগ তাই বলছে।
দিল্লিতে ৩ জনের দেহে মাঙ্কিপক্সের খোঁজ মেলার পর দিল্লি সরকার সেখানকার ৩টি হাসপাতালকে বিশেষ বার্তা পাঠিয়েছে। সেখানে তাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন তাদের হাসপাতালে আইসোলেশন রুম তৈরি করে ফেলে।
আপাতত ৩টি হাসপাতালকে ৩০টি বেড তৈরি রাখতে বলা হয়েছে। প্রতিটি হাসপাতালে ১০টি করে বেড। দিল্লিতে এখন মাঙ্কিপক্সের রোগীদের জন্য একটি হাসপাতালের দায়িত্ব রয়েছে। এলএনজেপি হাসপাতালেই ছিলেন প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত। তিনি সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। সুস্থও আছেন।
মাঙ্কিপক্স থেকে কীভাবে দূরে থাকা যায়, সাধারণ মানুষকে সে সম্বন্ধে সচেতন করতে সরকারের তরফে একটি টাস্ক ফোর্স তৈরি করা হচ্ছে বলে রাজ্যসভায় জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
স্বাস্থ্যমন্ত্রী সাধারণ মানুষকে ভয় পেতেও মানা করেছেন। রাজ্যসরকারগুলির সঙ্গে হাত মিলিয়ে কেন্দ্র এই রোগ ছড়িয়ে পড়া রুখতে অনেক পদক্ষেপ করছে বলেও আশ্বাস দেন মন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা