৩ কোটি মানুষের বাড়িতে চিঠি পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী
৩ কোটি মানুষের বাড়িতে পৌঁছে যাবে মুখ্যমন্ত্রীর চিঠি। এমনই এক অভিনব উদ্যোগ সামনে আসছে। চিঠি হাতে পেয়ে যাবেন স্বাধীনতা দিবসের আগেই।
রাজ্যের ৩ কোটি মানুষকে চিঠি লিখলেন তিনি। প্রত্যেকের বাড়িতে ওই চিঠি পৌঁছবে স্বাধীনতা দিবসের আগেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে চিঠিতে লেখা রয়েছে তা নিয়ে। কৌতূহলও চরমে উঠেছে।
৩ কোটি চিঠি সময়ে বিলি করে ওঠাও একটা চ্যালেঞ্জ। চিঠি যাবে একটি সুসজ্জিত খামে। সেই খামের ওপর লেখা থাকবে প্রাপকের নাম, ঠিকানা। চিঠিতে একদিকে থাকবে মুখ্যমন্ত্রীর ছবি।
স্বাধীনতা দিবসের আগে এই উদ্যোগে একটি বিশেষ বার্তাই প্রেরণ করা হচ্ছে। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে প্রধানমন্ত্রীর উদ্যোগে হর ঘর তিরঙ্গা উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি মানুষকে বাড়িতে দেশের জাতীয় পতাকা লাগানোর আহ্বান জানানো হয়েছে।
আগামী ১৫ অগাস্ট দেশের স্বাধীনতা ৭৫ বছর পূর্ণ করছে। এই বিরল মুহুর্তের আগে এক বছর ধরে চলছে আজাদি কি অমৃত মহোৎসব। যার আওতায় দেশজুড়ে নানা অনুষ্ঠান হয়েছে এবং হচ্ছে।
আজাদি কি অমৃত মহোৎসব এবং হর ঘর তিরঙ্গা, এই ২টি বিষয়কে সামনে রেখেই এই পত্র প্রেরণের উদ্যোগ নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যে চিঠিতে মানুষকে স্বাধীনতার গুরুত্ব বোঝানো হবে।
যোগী কি পাতি নাম দিয়ে এই চিঠি পাওয়ার জন্য এখন মুখিয়ে রয়েছেন উত্তরপ্রদেশের মানুষজন। তবে সকলে পাবেন না। তাই কার ভাগ্যে মুখ্যমন্ত্রীর এই বিশেষ চিঠি শিকেয় ছেঁড়ে এখন সেই পথ চেয়ে বসে আছেন রাজ্যের মানুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা