মদ্যপ অবস্থায় বাহাদুরির ফল প্রাণ দিয়ে চোকাতে হল ২ যুবককে। মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ এলাকার আম্বোলি ঘাটের ঘটনা। একে বৃষ্টিতে পাহাড়ি এলাকা অনেক বেশি পিচ্ছিল হয়ে যায়। তায় আবার দুই যুবকই মদ্যপ অবস্থায় ছিলেন। সেখানেই শেষ নয়। স্থানীয়দের দাবি, বিশাল খাদের ধারে দেওয়া রেলিং টপকে তাঁরা সাহসী কোনও স্টান্ট দেখাতে যান। সেখানেই বিপত্তি। টাল সামলাতে না পেরে খাদের ধারে পিছলে যায় পা। দুজনেই গিয়ে পড়েন ২ হাজার ফুট গভীর খাদে। যেখান থেকে ফেরার কোনও রাস্তা খোলা ছিলনা। সেই মর্মান্তিক ঘটনার ছবি ক্যামেরাবন্দি হয় স্থানীয় একজনের মোবাইল ক্যামেরায়। সেই ভিডিও এখন ভাইরাল।
পুলিশ জানিয়েছে, ২৬ বছরের ইমরান ধানাডি ও ২১ বছরের প্রতাপ ঠাকুর পোলট্রি ফার্মের কর্মী। বন্ধুদের সঙ্গে আম্বোলি ঘাটে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই দুজনে প্রচুর মদ্যপান করেন। তারপর হাতে বোতল নিয়েই খাদের ধারের রেলিং টপকে খাদের আরও কিনারায় চলে যান। সেখান থেকে পা যায় পিছলে। পরে উপত্যকা থেকে উদ্ধার হয় ২ জনের দেহ।