জামদানি, সিল্ক, কাঞ্জিভরম, তসর। অনেক বাছাই করে অবশেষে এই ৪টি শাড়িতে এসে ঠেকেছেন তিনি। তবে এখানেই গেছে আটকে। এই ৪টি থেকে ১টিকে চূড়ান্ত করে উঠতে পারছেন না। তাই তিনি এবার জনতার দরবারে। ৪টি শাড়িই পড়ে ছবি দিয়েছেন ট্যুইটারে। তিনি চান সেখানে তাঁর ফলোয়াররাই তাঁকে বেছে দিন শেষ পর্যন্ত তিনি কোন শাড়ি পড়ে যাবেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে।
ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নিমন্ত্রিত তিনি। তাই ভারতীয় শাড়িতেই সেই অনুষ্ঠানে যেতে চান নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্স মেরি কে কার্লসন। তারই নাড়াঘাঁটা চলছে বেশ কিছুদিন ধরে। অনেক শাড়ি ‘ট্রাই’ করেছেন। কিন্তু কিছুতেই মনস্থির করতে পারছেন না কোনটা সেদিনের জন্য সঠিক হবে। তবে সব দ্বিধা কাটিয়ে আপাতত ৪টি শাড়িতে এসে ঠেকেছে বাছাই পর্ব। কিন্তু সেখানেই আটকে গেছেন কার্লসন। তাই ৪টি শাড়ি পড়ে ছবি পোস্ট করেছেন ট্যুইটারে। কোনটা পড়বেন বেছে দিতে অনুরোধ করেছেন ফলোয়ারদেরই।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার – ইউএস এমব্যাসি ইন্ডিয়া)