রাখিবন্ধনে এমন উপহার কোনও বোন ভাইকে দিতে পারেননি
ভাইবোনের এক পবিত্র বন্ধনের নাম রাখি উৎসব। সেই রাখিতে ভাই বোন, বোন ভাইকে উপহার দেন। কিন্তু এমন উপহার কোনও বোন হয়তো ভাইকে দিতে পারেননি।
ভাইবোনের পবিত্র সুন্দর সম্পর্ককে বছরভর পালন করে ২টি উৎসব। এক রাখি, অন্যটি ভাইফোঁটা। রাখি উপলক্ষে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন বোন। তারপর বোন তাঁর ভাইয়ের হাতে তুলে দেন উপহার। পাল্টা ভাইও উপহার তুলে দেন বোনের হাতে।
সামর্থ্য অনুযায়ী এই উপহার দেওয়া নেওয়া হয়। কিন্তু কোনও বোন হয়তো তাঁর ভাইকে এমন এক অমূল্য উপহার দিতে পারেননি যা পেরেছিলেন সুজাতা। ১ বছর আগে ঠিক এই রাখির দিনই এই উপহার তিনি দিয়েছিলেন ভাইকে।
১ বছর আগে দিনটা ছিল রাখি উৎসবের। গোটা দেশ যখন রাখির আনন্দে মাতোয়ারা, তখন হাসপাতালের বেডে শুয়েছিলেন ভাই বোন। কর্মসূত্রে ইনকাম ট্যাক্স কমিশনার সন্দীপ কুমারের তখন এমনই পরিস্থিতি যে তাঁর নিজের ২টি কিডনি এবং আরও একটি কিডনি যা তাঁর শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল, সবই নষ্ট হয়ে গিয়েছিল। নতুন কিডনি না হলে তিনি বাঁচতেন না।
তখন ভাইকে কিডনি দিতে এগিয়ে আসেন পেশায় গাইনোকোলজিস্ট সুজাতা রাও। নিজের একটি কিডনি রাখির দিনই ভাইকে উপহার দেন সুজাতা। বেঁচে যান ভাই সন্দীপ।
অপারেশনের পর সুজাতা একটি রাখিও পরিয়ে দেন ভাইয়ের হাতে। এখন সুজাতা বেঁচে আছেন নিজের একটি কিডনির ভরসায়। অন্যদিকে ভাই সন্দীপের এখন ৪টি কিডনি রয়েছে। যার একটি মাত্র কাজ করছে। আর তা বোন সুজাতার।
রাখিতে কোনও ভাইকে এমন অমূল্য উপহার কোনও বোন দিতে পেরেছেন কিনা সন্দেহ রয়েছে। লখনউ শহর তো বটেই, সারা দেশের কাছে তাঁদের এই ভাইবোনের সম্পর্ক এক উদাহরণ হয়ে থেকে যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা