মালক্ষ্মীকে সব জানিয়েই মন্দিরের প্রণামী বাক্স নিয়ে পালাল চোর
মালক্ষ্মীর মন্দির। সেখানেই চুরি হয়ে গেল প্রণামী বাক্স। চুরি হয়েছে আরও কয়েকটি জিনিস। তদন্তে এসে সিসিটিভি ফুটেজ দেখে চক্ষু চড়কগাছ সকলের।
মালক্ষ্মীর মন্দিরে চুরির ঘটনাকে এখন ছাপিয়ে গেছে চোরের কাণ্ড। মন্দিরের সিসিটিভি-তে চোরের আগমন ও চুরি সবই ধরা পড়েছে। তবে তার মুখ ঢাকা ছিল।
এগুলো পুলিশের তদন্তে কাজে আসবে। কিন্তু সকলকে চমকে দেওয়ার মত খবরটা হল চোরের কাণ্ড। সিসিটিভিতে দেখা গেছে চোর মালক্ষ্মীর সামনে টানা পর্দা সরিয়ে এসে দাঁড়ায়। তারপর হাতজোড় করে অন্য ভক্তদের মত মালক্ষ্মীর সামনে সবকিছু জানায়।
কার্যত তার হাবভাব দেখে এটাই মনে হয়েছে যে সে মালক্ষ্মীর কাছেই চুরির আগে তার এই প্রণামী বাক্স চুরি নিয়ে ক্ষমা চেয়ে নেয়। কিছুটা সময় সে দাঁড়িয়ে প্রণাম করে। কিছু বলেও। তারপর পাশে থাকা প্রণামী বাক্স নিয়ে পর্দা সরিয়ে চম্পট দেয়। মন্দির তখন বন্ধ থাকায় কারও নজরে পড়েনি এই কাণ্ড।
মন্দির কমিটির তরফে জানানো হয়েছে প্রণামী বাক্স ছাড়াও মন্দিরের ২টি ঘণ্টা নিয়ে পালিয়েছে ওই চোর। নিয়ে গেছে আগের দিন ভক্তদের দেওয়া পুজোর সামগ্রিও।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরের একটি লক্ষ্মী মন্দিরে। চুরি এক সপ্তাহ আগে হলেও পুলিশ এখনও চোরের নাগাল পায়নি। তবে খোঁজ চলছে। চোরের চুরি নয়, তার চুরির আগে মালক্ষ্মীর কাছে এই ক্ষমা চেয়ে নেওয়ার ঘটনাটাই সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে।