গরুর গুঁতোয় রাস্তায় আছাড় খেয়ে পড়লেন প্রবীণ নেতা, হাড়ে চিড়
একটি গরুর গুঁতোয় রাস্তায় আছাড় খেয়ে পড়লেন এক প্রবীণ নেতা। স্বাধীনতা দিবসের আগে এক পদযাত্রায় অংশ নেওয়ার সময় এই কাণ্ড ঘটে।
শনিবার পদযাত্রাটি শুরু হয়েছিল অনেক আগে থেকে। পদযাত্রার জন্য নির্দিষ্ট পথের প্রায় ৭৫ শতাংশই হাঁটা হয়ে গিয়েছিল নেতা কর্মীদের। বাকি ছিল সামান্য পথ।
সামনে দেশের জাতীয় পতাকা হাতে হাঁটছিলেন এক প্রবীণ নেতা। তাঁর পিছনে বিশাল সংখ্যক মানুষ পা মিলিয়ে ছিলেন। এমন সময় একটি গরু ছুটতে ছুটতে এসে ঢুকে পড়ে পদযাত্রার মাঝে।
গরুকে ছুটে আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন সকলে। যতক্ষণে তার ধার কাছ থেকে সকলে সরে যাবেন তার আগেই গরু এসে ধাক্কা মারতে শুরু করে পদযাত্রায় অংশ নেওয়া মানুষজনকে।
আর কার্যত গরুর গুঁতোয় প্রথমেই রাস্তায় আছড়ে পড়েন পদযাত্রার নেতৃত্ব দেওয়া গুজরাটের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল। বয়স্ক নিতিন প্যাটেল ছাড়াও গুরুর ধাক্কায় বেশ কয়েকজন আহত হন। গরুটি লাফাতে লাফাতে বেরিয়ে যায়।
দ্রুত সকলে নিতিন প্যাটেলকে তুলে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা সব পরীক্ষার পর জানান ওই প্রবীণ বিজেপি নেতার বাঁ পায়ের হাড়ে একটি চিড় ধরেছে। সেখানে প্রয়োজনীয় ব্যান্ডেজ করে দেন চিকিৎসকরা।
নিতিন প্যাটেলকে ২০ থেকে ২৫ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। পরে তাঁকে হুইল চেয়ারে হাসপাতাল থেকে বার করে আনা হয়।
এদিকে এই তিরঙ্গা যাত্রার মাঝে গরুর এই লম্ফঝম্ফে আর এগোতে পারেনি অনুষ্ঠান। ঘটনাটি ঘটে গুজরাটের মেহসানা জেলার কাদি শহরে।