দেশ জুড়ে টমেটোর দাম আকাশ ছুঁয়েছে। অনেক ক্ষেত্রে আপেলকেও ডাহা হারিয়ে টমেটো বিকচ্ছে বেশি দামে। এই টমেটো হাহাকারকে এবার রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে কংগ্রেস। উত্তরপ্রদেশ কংগ্রেসের তরফে খোলা হয়েছে টমেটো ব্যাঙ্ক ‘স্টেট ব্যাঙ্ক অফ টমেটো’। অভিনব এই রাজনৈতিক কৌশল ইতিমধ্যেই লোকমুখে ভাইরালের মত ছড়াচ্ছে। লখনউয়ের মল অ্যাভিনিউতে যুব কংগ্রেসের কার্যালয়ে খোলা হয়েছে ‘স্টেট ব্যাঙ্ক অফ টমেটো’। এখানে টমেটো কেনার জন্য কম সুদে ঋণ দেওয়া হচ্ছে। টমেটো কিনে গ্রাহকরা তা সুরক্ষিত রাখার জন্য পাচ্ছেন লকারের সুবিধা। এছাড়া টমেটো জমা রাখলে তার জন্য ভাল টাকা সুদ দিচ্ছে ‘স্টেট ব্যাঙ্ক অফ টমেটো’।
এই অভিনব প্রতিবাদের ভাষা শুক্রবার দ্বিতীয় দিনে পা দিল। যুব কংগ্রেসের দাবি, ইতিমধ্যেই ১৮ জন গ্রাহক জুটেছে তাদের। যারমধ্যে টমেটো বিক্রেতারাও আছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে এই ‘ব্যাঙ্ক’। এছাড়া এদিন উত্তরপ্রদেশ বিধানসভার সামনে টমেটোর মূল্যবৃদ্ধির প্রতিবাদ করে ও রাজ্য সরকার এই অবস্থায় কেন টমেটোর ওপর ভর্তুকি দিচ্ছে না এই দাবি জানিয়ে, ১০ টাকা কেজি দরে ১ ঠেলা টমেটো বিক্রি করে কংগ্রেস। এই বাজারে ১০ টাকা কেজি দরে সরেস টমেটো বিকিয়েছে ঝড়ের গতিতে।