National

ওয়েব সিরিজ দেখেই শেখা, পাড়ার লোকজনকে ভয় দেখিয়ে হোমে কিশোর

ওয়েব সিরিজ কিশোর মনে কতটা কুপ্রভাব ফেলছে তার ফের একটা প্রমাণ সামনে এল। এক কিশোরের জীবনে একটা অভিশাপ হয়ে নেমে এল ওয়েব সিরিজ নকলের চেষ্টা।

ওয়েব সিরিজ দেখার প্রবণতা মানুষের মধ্যে গত ২ বছরে অনেকটাই বেড়েছে। বাড়িতে বসে কিশোর, কিশোরীরাও অভিভাবকদের সঙ্গে এই ওয়েব সিরিজে চোখ রাখত। সেই থেকে ওয়েব সিরিজ দেখার প্রতি একটা আকর্ষণ অনেকের তৈরি হয়েই গিয়েছিল। যেমন হয়েছিল এই কিশোরের।

১৪ বছরের ছেলেটা অপরাধ জগত নিয়ে তৈরি ওয়েব সিরিজ দেখতে ভীষণ ভালবাসত। একের পর এক ক্রাইম ওয়েব সিরিজ দেখে দেখে তার মনে তার প্রভাব পড়তে শুরু করে। মাঝে সে উত্তরপ্রদেশে গিয়েছিল।


সেখানে রাজা নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। সে যে একটি রিভলভার চায় তা কথায় কথায় রাজাকে জানায় ওই কিশোর। রাজা তাকে সে ব্যবস্থা করে দেয়। ৬ হাজার টাকার বিনিময়ে রাজা নামে ওই যুবক তাকে একটি দেশি রিভলভার জোগাড় করে দেয়।

সেই রিভলভার নিয়ে ওই কিশোর ফিরে আসে তার বাড়ি গুজরাটের সুরাটের পাণ্ডেসারা এলাকায়। যেখানে তার বাড়ি। এরপর ওই রিভলভার হাতে সে পাড়ার লোকজনকে ভয় দেখানো শুরু করে।


যদিও বিষয়টি এক কিশোরের খেলা হিসাবেই সকলে নিচ্ছিলেন। গুরুত্বও খুব একটা দিচ্ছিলেন না। কিন্তু একটি টহলদারি পুলিশ ভ্যানের সামনে সে একদিন পড়ে যায়।

পুলিশ রিভলভারটি দেখে বুঝতে পারে সেটি কোনও খেলনা নয়। আসল দেশি রিভলভার। দ্রুত ওই কিশোরকে আটক করে তারা।

যদিও তার কাছে রিভলভারটিই পাওয়া গিয়েছিল। কোনও কার্তুজ উদ্ধার হয়নি। পুলিশ তাকে পরে আদালতে পেশ করলে ওই কিশোরকে জুভেনাইল হোমে পাঠানোর নির্দেশ দেন বিচারক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button