ট্যাবলেটের স্ট্রিপের পিছন দিক ভেবে ভুল করবেননা, এর সঙ্গে অসুখের সম্পর্ক নেই
ট্যাবলেটের স্ট্রিপের পিছন দিক ভেবে ভুল করলে কিন্তু বোকা বনে যেতে হবে। এটা কিন্তু ২টি মানুষের জীবনের প্রশ্ন। যার এক্সপায়ারি ডেট নেই।
ট্যাবলেটের স্ট্রিপ সকলেরই চোখ সওয়া হয়ে গেছে। ফলে এটা এক ঝলক দেখলে ট্যাবলেটের স্ট্রিপ ছাড়া আর কিছুই মনে হতে পারেনা। এটা কিন্তু একেবারেই ট্যাবলেটের স্ট্রিপ নয়। ২ ফার্মাসিস্টের মস্তিষ্ক প্রসূত হলেও এর সঙ্গে অসুখ বিসুখের কোনও সম্পর্ক লতায় পাতায় নেই।
২ জনেই ফার্মাসি নিয়ে পড়াশোনা করে এখন একটি কলেজে ফার্মাসি পড়ান। এখন তাঁরা জীবনের বন্ধনে বাঁধা পড়তে চলেছেন। সাতপাকে বাঁধা পড়ার আগে যে সৃজনশীল মনের পরিচয় তাঁরা তাঁদের বিয়ের কার্ডে দিয়েছেন তা সকলকে মুগ্ধ করে দিয়েছে।
ট্যাবলেটের স্ট্রিপের পিছন দিক বলে মনে হলেও এটা আসলে একটি বিয়ের কার্ড। যেখানে ওষুধের নামের জায়গায় লেখা আছে ইজিলারাসন ও বসন্তকুমারী, পাত্র ও পাত্রীর নাম।
তামিলনাড়ুর তিরুভান্নামালাই-এর বাসিন্দা পাত্রপাত্রীর এই অসামান্য কার্ডে বিয়ের দিন, সময়, সব বিস্তারিতভাবে দেওয়া রয়েছে নীল কালি দিয়ে। যেমন ডেট অফ ম্যানুফ্যাকচারিং, এস্কপায়ারি ডেট, ব্যাচ নম্বর লেখা থাকে সেখানে। ওয়ার্নিংয়ে লেখা আছে কেউ যেন ওইদিনটায় অনুপস্থিত না থাকেন।
এছাড়া ভ্যেনু, ২ পরিবারের অভিভাবকদের নাম সবই লেখা রয়েছে, তবে এক ঝলকে কেউ বলতে পারবেন না এটা ট্যাবলেটের স্ট্রিপ নয়, আসলে বিয়ের কার্ড। যে কার্ডে সব লেখা আছে, কেবল এক্সপায়ারি ডেট ছাড়া। এই কার্ড সোশ্যাল মিডিয়ায় সকলের নজরে এনেছেন আরপিজি গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা।