একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রদের জন্য ফ্রি ল্যাপটপ দিচ্ছে এই রাজ্য
ছাত্রজীবনে এখন কম্পিউটারের প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে। তাই দেশের এক রাজ্যসরকার একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রদের জন্য ফ্রি ল্যাপটপ দেওয়ার কথা ঘোষণা করল।
ছাত্র এবং দারিদ্র সীমার নিচে থাকা মহিলা। এটাই ছিল পাখির চোখ। আর সেখানে যে ঘোষণা হল তা দেশের সব রাজ্যের জন্য একটা পথ নির্দেশ তো বটেই। একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রদের পড়াশোনার মান উন্নয়নে এবার তাদের প্রত্যেককে বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার কথা ঘোষণা করলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী।
রাজ্যে বাজেট পেশের সময় এই ঘোষণা করা হয়। যা কার্যত রাজ্যের শিক্ষা ব্যবস্থার সুদিনের ছবিই স্পষ্ট করে। সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির সব পড়ুয়া এই বিনামূল্যে ল্যাপটপ পাবে। এতে তাদের পড়াশোনার মান উন্নত হবে বলেই মনে করা হচ্ছে।
এদিকে শুধু ছাত্রদের কথাই নয়, পুদুচেরি সরকার দারিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলাদের কথাও মাথায় রেখেছে। ২৫ বছর বয়স থেকে ৫৫ বছর বয়সী সকল দারিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলাকে মাসে ১ হাজার টাকা করে দেওয়ার কথাও বাজেটে ঘোষণা করা হয়েছে।
তবে শর্ত একটাই, এই মহিলা তখনই এই অনুদান পাবেন যদি তাঁরা আগে থেকে রাজ্য সরকারি কোনও অনুদান না পান। এই ঘোষণায় সমুদ্র পারের এই রাজ্যের একটা বড় অংশের মহিলা ও পড়ুয়াদের মুখে হাসি ফুটেছে।
যাঁদের পড়াশোনার জন্য প্রয়োজন থাকলেও পারিবারের আর্থিক অনটনের কারণে ল্যাপটপ কেনা সম্ভব হচ্ছিল না, সেসব পড়ুয়ারা এই সুযোগ এবার পাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা