নৌকা সেজে নদীর জলে নামল বুদ্ধিমান রোবট
এভাবেও যে সম্ভব তা ভেবে ওঠা নেহাত সহজ কাজ ছিলনা। তবে সেটাই হল। খুলল নতুন দিগন্ত। নৌকা সেজে নদীতে নেমে পড়ল বুদ্ধিমান রোবট।
দেখতে একটা নৌকার মত। কিন্তু আদপে ওটা একটা রোবট। রোবটের যে গুণাবলী থাকে তার মধ্যেও সে সবই রয়েছে। এই রোবটের আবার বুদ্ধিও আছে। হতে পারে কৃত্রিম বুদ্ধি। তবে তার নিজের কাজটা করে নেওয়ার জন্য যে নিজস্ব বুদ্ধিমত্তার দরকার পড়ে তা তার ভরপুর রয়েছে।
ভারতের অনেক নদীই নেহাত ছোট নয়। তার গতিপথও বিশাল। সেসব নদী আবার দূষণের গ্রাসে এখন কার্যত অসহায়। কারণ তার জল দূষিত হচ্ছে, জলজ প্রাণির ক্ষতি হচ্ছে, মানুষের পক্ষে অনেক জায়গায় নদীর জল ব্যবহার করা মুশকিল হচ্ছে।
কিন্তু সে গঙ্গা থেকে গোদাবরী, নর্মদা থেকে গোমতী সবই বয়ে চলেছে। এবার সেই নদীগুলিকে দূষণমুক্ত করতে অন্য উদ্যোগ নেওয়া হল।
প্রথমে গোমতী নদী দিয়ে শুরু হল এই কাজ। গোমতী নদীতে কৃত্রিম বুদ্ধিসম্পন্ন রোবট নৌকা জলে ভেসেছে। তার কাজ হবে জলের যাবতীয় জঞ্জাল থেকে শুরু করে জলে ভেসে বেড়ানো কচুরিপানা, ভাসমান শালুক, লিলি জাতীয় ফুল গাছ, মানুষের ফেলে যাওয়া ভাসমান জিনিসপত্র সবই তুলে নিয়ে নদীর জলকে দূষণমুক্ত করা। এটা করতে ওই নৌকার কোনও সাহায্য লাগবেনা।
এই নৌকা অতি ক্ষুদ্র জঞ্জাল থেকে শুরু করে সব ধরনের জঞ্জাল মিলিয়ে ঘণ্টায় ২ কুইন্টাল জঞ্জাল তুলে আনার ক্ষমতা ধরে। তাও নদীতে এতটুকু অতিরিক্ত দূষণ না ছড়িয়ে।
গোমতী নদীর ওপর লখনউয়ের লক্ষ্মণ মেলা ঘাটে এই বুদ্ধিমান নৌকাকে জলে নামিয়ে পরীক্ষা শুরু হয়েছে। এই নৌকার সাফল্য কিন্তু দেশের নদী দূষণের সমস্যা অনেকটাই মুছে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা