এক ময়ূরী বসেছিল টিভির ওপর, অন্য ময়ূরীকে পাওয়া গেল সিঁড়ির তলায়
খাবার ঘরে ঢুকে কার্যত ভিরমি খাওয়ার জোগাড় হয়েছিল বাড়ির লোকজনের। কারণ ময়ূরীর মত পাখি যে বাড়িতেও ঢোকে তাঁদের তা জানা ছিলনা।
চড়াই, পায়রা বা কাক হলে কথা ছিল। খাবার ঘরে রাখা টিভির ওপর বসে আছে একটা জলজ্যান্ত ময়ূরী! অত বিশাল চেহারার পাখি। তায় আবার জাতীয় পক্ষী। সে কিনা ঘরে ঢুকে এসেছে। আর তা কারও জানাই নেই!
ঘরে ঢুকে আবার উঠে বসেছে টিভি সেটের ওপর! দেখে কার্যত ভিরমি খাওয়ার জোগাড় হয় বাড়ির লোকজনের। বাপ রে মারে ডাক ছেড়ে ঘর ছেড়ে বেরিয়ে যান তাঁরা। তারপর কোনওক্রমে পশুপাখিদের উদ্ধারকারী সংস্থা ওয়াইল্ডলাইফ এসওএস-এ খবর দেন।
দ্রুত ওই বাড়ির ঠিকানায় বিশেষজ্ঞেরা পৌঁছে যান। তাঁরাই ওই ময়ূরীকে উদ্ধার করেন। পরে জানা যায় ওই ময়ূরী গাছের ওপর ছিল। তাকে একদল বাঁদর তাড়া করে। বাঁদরের তাড়া খেয়ে সে গাছ থেকে পড়ে যায়।
এদিকে রাস্তায় পড়তেই তাকে আশপাশে থাকা কয়েকটি কুকুর তাড়া করে। কুকুরদের হাত থেকে বাঁচতে সে ছুটতে ছুটতে প্রাণ বাঁচাতে সামনে বাড়ি পেয়ে সেখানেই ঢুকে পড়ে ঘরে ঢুকে যায়। তারপর কিছু বুঝে উঠতে না পেরে চড়ে বসে টিভির ওপর।
ওই ময়ূরীটির ডানায় অল্প আঘাতের চিকিৎসার পর তাকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে আগ্রার শাহগঞ্জ এলাকায়।
আগ্রারই গোয়ালিয়র রোডের একটি বাড়ি থেকেও এমনই একটি খবর পায় ওয়াইল্ডলাইফ এসওএস। সেখানেও এমনই একটি ময়ূরী কুকুরের তাড়া খেয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে। তারপর বাড়ির সিঁড়ির তলায় লুকিয়ে পড়ে প্রাণ বাঁচাতে।
বাড়ির লোকজন তাকে সিঁড়ির তলায় দেখে ওয়াইল্ডলাইফ এসওএস-এ খবর দেন। তারা এসে ওই ময়ূরীকে উদ্ধার করে। ময়ূরীটির ঘাড়ের কাছে চোট ছিল। তার চিকিৎসা করে তাকে প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়া হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা