ইংরাজিতে কথা বলতে পারেনা পড়ুয়ারা, রাস্তা দেখাল একটি পুরসভা
ইংরাজিতে কথা বলার ক্ষমতা থাকাটা এখন একরকম আবশ্যিক হয়ে উঠেছে। জীবনের যে কোনও ক্ষেত্রেই সাফল্য পেতে ইংরাজি আবশ্যিক। সেই রাস্তা দেখাল একটি পুরসভা।
পুরসভার যে স্কুলগুলি রয়েছে সেখানে পাঠরত ছাত্রছাত্রীরা ইংরাজিতে ভাল কথা বলতে পারেনা। এটা অনেকদিন ধরেই নজরে পড়ছিল পুরসভার শিক্ষা বিষয়ক আধিকারিকদের।
তাঁরা লক্ষ্য করছিলেন স্কুলে পড়ুয়ারা এসে শিক্ষক শিক্ষিকা থেকে সহপাঠী সকলের সঙ্গেই মাতৃভাষায় কথা বলে। আর ইংরাজিতে কথা বলার হলে তারা থতমত খেতে থাকে। ইংরাজিতে কথা বলতে পারেনা।
কিন্তু আধুনিক জীবনে জীবনের প্রায় সব ক্ষেত্রেই ইংরাজি আবশ্যিক। তাই পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে এক অভিনব উদ্যোগ নিল পুর স্কুলগুলি।
গ্রেটার চেন্নাই পুরসভা তাদের নিয়ন্ত্রণাধীন স্কুলগুলিতে একটি নির্দেশিকা পাঠিয়েছে। সেখানে শিক্ষকদের অবহিত করা হয়েছে যে আগামী দিনে প্রতি বুধবার ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে ইংরাজিতে একটি আলোচনায় যোগ দেবে। সেখানে কেবল ইংরাজিতেই কথা বলা যাবে।
ছাত্রছাত্রীদের ইংরাজিতে কথা বলার ক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে। এমনকি শিক্ষকদেরও ইংরাজিতে কথা বলার ক্ষমতা বৃদ্ধির বিষয়ে জানানো হয়েছে। যাতে তাঁরা যেসব ছাত্রছাত্রী ইংরাজিতে কথা বলার এই ক্লাস করার পরেও দক্ষতা বাড়াতে পারছেনা তাদের সমস্যা তাদের সঙ্গে আলোচনা করতে পারেন। তাও ইংরাজিতে।
ইংরাজিতে কথা বলার ক্ষমতা ছাত্রছাত্রীদের মধ্যে বাড়ানোর চেষ্টার পাশাপাশি গত আড়াই বছরের পরিস্থিতিতে যেসব ছাত্রছাত্রী স্কুল ছেড়েছে তাদের ফের স্কুলে ফেরানোর উদ্যোগও নিয়েছে পুরসভা। চেন্নাই পুরসভার এই উদ্যোগ কিন্তু দেশের অন্য পুরসভাগুলিকেও পথ দেখাল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা