
দিনের ব্যস্ত সময়ে আচমকাই আগুন লাগল মুম্বইয়ের কোলাবা কজওয়ের একটি হেরিটেজ বিল্ডিংয়ে। দুপুরে আগুন লাগার পর দমকল কর্মীরা ২ জনকে উদ্ধার করে আনেন। বাকি অফিসও ফাঁকা করে দেওয়া হয়। শুরু হয় আগুন নেভানোর কাজ। আগুন আর কালো ধোঁয়ায় বেরিয়ে আসতে থাকে বাড়ির একাংশ থেকে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য দমকলের ১২টি ইঞ্জিনকে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে ব্যবহার করা হয়। কাছের নৌসেনা ঘাঁটি থেকেও ৪টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়। ঠিক কি কারণে আগুন লাগে তা পরিস্কার করে জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।