National

রান্নার গ্যাস, কেরোসিনে এখনই উঠছে না ভর্তুকি : পেট্রোলিয়ামমন্ত্রী

গত সপ্তাহে বলা হয়েছিল আগামী মাস থেকে ৪ টাকা করে বাড়বে রান্নার গ্যাসের দাম। আগামী অর্থবর্ষ থেকে গ্যাস বা কেরোসিনের ওপর থেকে সবরকম ভর্তুকি প্রত্যাহার করবে সরকার। তারপরই দেশের বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় ওঠে। বিরোধী দলগুলিও প্রতিবাদে সরব হয়। তারপরই এদিন অবস্থান বদলাল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক।

এদিন পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আগরতলায় জানান, এখনই রান্নার গ্যাস বা কেরোসিনের ওপর থেকে থেকে ভর্তুকি তুলছে না সরকার। পাশাপাশি বাংলাদেশ থেকে ত্রিপুরা হয়ে এলপিজি গ্যাস এনে দেশের উত্তরপূর্ব প্রান্তের রাজ্যগুলিতে রান্নার গ্যাসের সমস্যায় ইতি টানার চেষ্টা হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button