পরীক্ষা দিতে সাঁতার না জেনেও জীবনপণ করে খরস্রোতা নদীতে লাফ দিলেন তরুণী
পরীক্ষা তিনি দেবেনই। কিন্তু পরীক্ষা কেন্দ্র পর্যন্ত যেতে গেলে পার করতে হবে একটি খরস্রোতা নদী। কিছু না ভেবেই নদীতে লাফ দিলেন তিনি।
এলাকা জুড়ে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। নদীগুলো কার্যত ফুঁসছে। কিন্তু তার জন্য তো জীবন থেমে থাকেনা। ২১ বছরের এক তরুণী পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য বাড়ি থেকে বার হয়ে হাজির হন নদীর ধারে।
ইচ্ছে ছিল নদীটা নৌকায় পার করে পৌঁছে যাবেন পরীক্ষা দিতে। কিন্তু ফুঁসতে থাকা নদীতে খেয়া পারাপারের জন্য কোনও নৌকাই নেই।
এদিকে পরীক্ষার সময় এগিয়ে আসছে। ওই তরুণী স্থির করেন তিনি পরীক্ষা দেবেনই। তারজন্য তাঁকে যদি ওই নদী সাঁতরে পার হতে হয় তাই তিনি করবেন। কিন্তু তাঁর তো সাঁতার জানা নেই!
তরুণীকে এগিয়ে দিতে তাঁর সঙ্গে তাঁর ভাই ও পরিবারের আর এক তরুণ এসেছিলেন। তরুণীর জিদ দেখে তাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাঁদের দিদি নদীর জলে লাফ দিতেই তাঁরাও জলে লাফ দেন। তারপর স্রোতের সঙ্গে শুরু হয় লড়াই।
২ ভাই মিলে সাঁতার না জানা দিদিকে চেপে ধরে টেনে নিয়ে যেতে থাকেন। এভাবেই তাঁরা টানা লড়াইয়ের পর ওই ফুঁসতে থাকা নদীকে পার করেন। ওই তরুণী নদী পার করে পৌঁছন পরীক্ষা কেন্দ্রে।
সাঁতার না জেনেও নদী পার করার জীবনপণ ঝুঁকির এই ঘটনা দ্রুত মুখে মুখে ছড়িয়ে পড়ে। সেই ছবিও সামনে আসে। সকলেই ওই তরুণীর পরীক্ষা দেওয়ার ইচ্ছাশক্তির তারিফ করেছেন। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজয়নগর জেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা