যা হোক পরে অফিসে আসার দিন শেষ
সরকারি এক দফতরে এবার নয়া রীতি চালু হল। সেখানেও এবার কর্পোরেটের ছোঁয়া। নতুন নিয়মে ব্রাত্য হল জিনস, টিশার্ট।

কর্পোরেট অফিসে নানা নিয়ম রয়েছে। কিন্তু তুলনায় সরকারি দফতরে এখনও কর্মীদের পোশাকে অন্তত কোনও বিধিনিষেধ ছিলনা। এবার কিন্তু সরকারি দফতরেও কর্পোরেট নিয়ম চালু হয়ে গেল।
এখন একটি অংশে শুরু হলেও এটাই যে ক্রমশ সারা দেশের সরকারি দফতরের ছবি হতে চলেছে তা মানে নিচ্ছেন অনেকেই। সরকারি কর্মীরা প্যান্ট, শার্ট, ট্রাউজার, জিনস, টিশার্ট বা এমন নানা পোশাকেই অফিসে প্রবেশ করেন। এ নিয়ে তাঁদের ওপর কোনও বিধিনিষেধ নেই।
কিন্তু এবার বরেলির জেলাশাসক পোশাক বিধি নিয়ে কড়া ব্যবস্থা নিলেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর জেলায় রাজ্য সরকারি কর্মীরা আর জিনস বা টিশার্ট পরে অফিসে ঢুকতে পারবেননা।
আসতে হবে ট্রাউজার, শার্টের ফর্মাল ড্রেসে। যাতে তাঁদের দেখতে আধিকারিকদের মত লাগে। জিনস, টিশার্ট পরতে হলে অফিসের বাইরে পরতে হবে।
জেলাশাসক সাফ জানিয়ে দিয়েছেন, এই পোশাক বিধি অমান্য করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে কর্মীদের। তাই সকলে যেন এই নিয়ম মেনে চলেন।
এ ধরনের ফর্মাল ড্রেস কোড সাধারণত বেসরকারি অফিসে দেখতে পাওয়া যায়। পোশাক কড়াকড়িও সেখানে অনেক বেশি। সরকারি দফতরে এতদিন পোশাক নিয়ে কোনও কড়াকড়ি ছিলনা।
এবার কিন্তু যোগী রাজ্যের বরেলি পথ দেখাল। সেই দেখানো পথ কিন্তু আগামী দিনে দেশের সব প্রান্তের সরকারি কর্মীদের জন্যই একটা বার্তা পৌঁছে দিল। আগামী দিনে তাঁদের ক্ষেত্রেও এমন নিয়ম চালু হলে অবাক হওয়ার কিছু থাকবেনা।