কর্মক্ষেত্রে মশা তাড়াতে গিয়ে অজ্ঞান হয়ে গেলেন ১৬ জম মহিলা কর্মী
কারখানায় জোরকদমে কাজ চলছিল। কিন্তু মশার জ্বালায় কাজ করতে সমস্যা হচ্ছিল সব কর্মীদের। সেই মশা তাড়াতে গিয়েই ঘটল যত বিপত্তি।
কারখানায় মশার উপদ্রব বড্ড। ফলে শান্তিতে কাজের পরিবেশ থাকছে না। মশার কামড়ে কাজ ব্যাহত হচ্ছিল। কর্মীরা অনেক সময় কাজ ফেলে মশা তাড়াতে ব্যস্ত হয়ে পড়ছিলেন।
বিষয়টি নজরে আসে ওই ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরির কারখানার কর্তৃপক্ষের। কর্মীদের যাতে মশার উপদ্রবে সমস্যায় না পড়তে হয়, মশার কামড় না খেতে হয় সেজন্য সেখানে মশা তাড়ানোর ওষুধ স্প্রে করা হয়।
চারিদিকে ভাল করে স্প্রে করে দেওয়া হয় যাতে মশারা সব পালায়। কিন্তু সেই স্প্রে যে এমন ভয়ংকর হয়ে উঠবে তা বোধহয় কর্তৃপক্ষও বুঝে উঠতে পারেনি।
মশা তাড়ানোর স্প্রে-র গন্ধে কারখানার মহিলা কর্মীরা অস্বস্তি বোধ করতে শুরু করেন। এক এক করে মহিলা অজ্ঞান হয়ে পড়তে থাকেন। এমন করে ১৬ জন মহিলা অজ্ঞান হয়ে যান কারখানার মধ্যে। বাকি মহিলারাও সুস্থ বোধ করছিলেন না।
এদিকে অজ্ঞান হয়ে পড়া মহিলাদের কারখানার অন্য কর্মীদের সহযোগিতায় দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায় কারখানা কর্তৃপক্ষ।
মহিলারা অজ্ঞান হয়ে গেছেন শুনে নয়ডার ওই কারখানায় হাজির হন তাঁদের পরিবারের সদস্যরা। তাঁরা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন।
এদিকে হাসপাতালে চিকিৎসার পর ওই ১৬ জন মহিলা সুস্থ হয়ে ওঠেন বলে জানা গেছে। তাঁরা এখন ভাল আছেন। তাঁদের পরিবারের সদস্যদের অভিযোগক্রমে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা