পঞ্চম শ্রেণির পাঠ্যে বড় ভুল, জাতীয় সঙ্গীত থেকে বাদ ২টি শব্দ
জাতীয় সঙ্গীতেই ভুল ধরা পড়ল পাঠ্যপুস্তকে। ছাত্রছাত্রী পর্যন্ত পৌঁছনোর আগে তা দেখে নেওয়ার কথা। সেটা পর্যন্ত দেখা হয়নি।
দেশের জাতীয় সঙ্গীত পাঠ্যপুস্তকে জায়গা পাওয়া কার্যত বাধ্যতামূলক। ছাত্রছাত্রীদের জাতীয় সঙ্গীত জানাটা তাদের কর্তব্য। সরকারি স্কুলের জন্য পঞ্চম শ্রেণির পাঠ্য পুস্তকে জাতীয় সঙ্গীত ছাপা হয়েছিল। সেই বই ছাত্রছাত্রীদের কাছে পৌঁছেও গিয়েছিল।
পড়াতে গিয়ে ধরা পড়ে ভুল। দেখা যায় জাতীয় সঙ্গীতের ২টি শব্দ বাদ। সেই ২টি শব্দ ছাড়াই বইটি ছাপা হয়ে ছাত্রছাত্রীদের পড়ার জন্য এসে পড়েছে। কীভাবে তা সম্ভব হল? এক্ষেত্রে কিন্তু কড়া পদক্ষেপ করেছে সরকার।
যে প্রকাশনা সংস্থা থেকে বইটি ছাপা হয়েছে সেই প্রকাশনা সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে। এছাড়া মথুরার বেসিক শিক্ষা অধিকারী ও ডিভিশনাল এডুকেশন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বেসিক-কেও নোটিস পাঠানো হয়েছে। কারণ এই ২ আধিকারিকের দায়িত্ব ছিল উত্তরপ্রদেশে পঞ্চম শ্রেণির সরকারি পুস্তকে কোথাও কোনও ছাপার ভুল আছে কিনা তা পরীক্ষা করে তারপর তা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার ছাড়পত্র দেওয়ার।
সে কর্তব্যে যে তাঁদের গাফিলতি রয়েছে তা ভুল জাতীয় সঙ্গীত ছাপার পর তা পড়ুয়াদের হাতে পৌঁছে যাওয়া থেকে পরিস্কার।
জাতীয় সঙ্গীতে ‘উৎকল’ এবং ‘বঙ্গ’ শব্দ ২টি রয়েছে। অথচ বইটি ছাত্রছাত্রীরা হাতে পাওয়ার পর দেখা যায় জাতীয় সঙ্গীতে ওই ২টি শব্দ ছাপা নেই।
এই ভুলকে কিন্তু ছোটখাটো ভুল হিসাবে দেখছে না রাজ্যের শিক্ষা দফতর। ফলে তা নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা