পদযাত্রার সময় দাপুটে নেতার পকেট ফাঁকা করে দিল পকেটমার
দাপুটে নেতা হিসাবেই পরিচিত তিনি। জনভিত্তিও রয়েছে। তিনিই পদযাত্রার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন। তাঁরই কিনা পকেট মেরে দিল পকেটমার!
পকেটমারের আস্পর্ধা কম নয়! সাধারণ কোনও মানুষ নন, এক দাপুটে নেতারও পকেট মেরে ফাঁক করে দিল এক পকেটমার। নেতা সকলের সামনে হাঁটছিলেন। অপেক্ষায় ছিলেন রাহুল গান্ধীকে অভ্যর্থনা জানানোর জন্য। আশপাশে তাঁরই চেনা মুখের ভিড়।
নেতাকে ঘিরে ছিলেন তাঁর অনুগামীরা। তারমধ্যেও ঢুকে নেতার পকেট মেরে দিল এক পকেটমার। আর তিনি বা তাঁর আশপাশের কেউ টেরও পেলেননা।
ওই নেতা জানিয়েছেন তাঁর পকেট থেকে ৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। কিন্তু কীভাবে তাঁর পকেট থেকে টাকা তুলে নেওয়ার সাহস কেউ করল তাই অনেকে বুঝে উঠতে পারছেন না।
ঘটনাটি ঘটেছে কেরালার আলাপ্পুঝা জেলায়। এই জেলার কংগ্রেস জেলা সভাপতি হলেন বাবু প্রসাদ। প্রাক্তন বিধায়ক বাবু প্রসাদকে স্থানীয়রা দাপুটে নেতা হিসাবেই দেখেন।
কংগ্রেসের ভারত জোড়ো পদযাত্রায় রাহুল গান্ধীকে স্বাগত জানাতে তিনি মিছিলের সামনেই দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছিলেন। অপেক্ষায় ছিলেন রাহুল গান্ধীর। ঠিক সেই সময় তাঁর পকেট ফাঁকা করে দেয় পকেটমার।
নেতার পকেটমারি হয়ে গেছে। ফলে তা নিয়ে হইচইও শুরু হয়েছে। পুলিশ আশপাশের সব সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে যাতে কে পকেট ফাঁকা করল তা জানা যায়।
প্রসঙ্গত তিরুবনন্তপুরমেও এই ভারত জোড়ো যাত্রায় এমন একটি পকেটমারির ঘটনা ঘটে। যেখানে ৩ জন তামিলনাড়ু থেকে আসা পকেটমারকে সিসিটিভি দেখে পাকড়াও করে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা