যে সাপকে তিনি প্রাণে বাঁচালেন সেই সাপই কেড়ে নিল সাধুর প্রাণ
একটি সাপকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে ছিলেন এক সাধু। সেই সাপই কিন্তু পরে কেড়ে নিল ওই রক্ষাকর্তা সাধুর প্রাণ।
একটা সাইকেল সারাইয়ের দোকান। সেখানেই প্রথম দেখা গিয়েছিল সাপটিকে। সাইকেলের দোকানের মালিক সাপটিকে দেখতে পেয়ে একটা মোটা লাঠি নিয়ে সেটিকে মেরে ফেলার চেষ্টা করছিলেন।
সে সময় রাস্তার ধার দিয়ে এক সাধু যাচ্ছিলেন। তিনি সাপটিকে এভাবে হত্যা না করার জন্য দোকানদারকে বোঝান। তারপর নিজেই দোকানে ঢুকে সাপটিকে রক্ষা করে নিয়ে যান নিজের সঙ্গে। একটি বাক্সের মধ্যে রাখেন সাপটিকে। সেই সাপ তারপর তাঁর সঙ্গেই ঘুরছিল।
তাঁর সঙ্গে একটি সাপ রয়েছে জানতে পেরে স্থানীয় কয়েকজন যুবক যাঁরা সোশ্যাল সাইটে রিল বানাতে পছন্দ করেন তাঁরা বজরঙ্গি সাধুকে অনুরোধ করেন সাপ নিয়ে দাঁড়াতে। তাঁরা রিল বানাবেন।
যুবকদের আবদার রাখতে বজরঙ্গি সাধু কালো সাপটিকে বাক্স থেকে বার করে হাতে নিয়ে দাঁড়ান। ওই যুবকরাও রিল বানাতে শুরু করেন। আর ঠিক সেই সময় ওই বছর ৫৫-র সাধু বুঝতে পারেন তাঁকে ছোবল মেরেছে সাপটি। তিনি সেটি জানানও।
রিল করা ফেলে দ্রুত সাধুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে চিকিৎসকেরা পরীক্ষার পর পাঠান লখনউয়ের কিং জর্জেস হাসপাতালে। কিন্তু সাধুকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকেরা চেষ্টার ত্রুটি না রাখলেও তাঁর প্রাণ বাঁচাতে পারেননি তাঁরা।
যে সাপকে একদিন তিনি প্রাণে বাঁচিয়েছিলেন সেই সাপই সাধুর মৃত্যুর কারণ হল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাও জেলার ভাবনা খেরা গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা