রাস্তা ভর্তি ছোট ছোট পুকুর, টাল সামলে সন্তর্পণে হাঁটলেন বিয়ের কনে
যে কোনও সময় উল্টে যেতেন তিনি। পড়তেন কাদাজলে ভরা রাস্তার ওপর। যেখান দিয়ে গাড়িও যেতে পারছিলনা। কেন বিয়ের সাজে এমনটা করলেন তাও পরিস্কার হল।
রাস্তা বটে। কিন্তু তাকে রাস্তা না বলাই ভাল। রাস্তার মাঝে ছোটবড় নানা আকারের পুকুর। সেখানে কাদাজল ভর্তি। টইটম্বুর হয়ে আছে সেসব খন্দ। সেখানে মানুষের পা পড়লে আর নিস্তার নেই। গাড়িও অতি ধীর গতিতে উল্টে যাওয়া বাঁচিয়ে যাতায়াত করছে।
একে এই প্রাণান্তকর রাস্তার হাল। তার মধ্যে সকলকে অবাক করে সেই রাস্তা ধরে হাঁটতে শুরু করলেন কনে। বিয়ের সাজে সেজে থাকা কনেকে বাড়ির মধ্যেও ধরে নিয়ে যান বাড়ির লোকজন। আর এখানে তো তিনি একাই চলেছেন ভাঙাচোরা কাদাজল পূর্ণ খানাখন্দের ধার দিয়ে।
টাল সামলে হাঁটছেন ওই তরুণী। গায়ে ভর্তি গয়না। পরনে বিয়ের লাল শাড়ি। তাও বিয়ের কনের মত করে পরানো। সাজও বিয়ের কনের। তাঁর বিয়ের আগে তিনি এভাবেই এমন একটা ভয়ংকর রাস্তা ধরে হাঁটলেন। আর তার ছবি তুললেন বিয়ের ফটোগ্রাফার।
গাড়ি বা অন্য কোনও যানবাহনে এই বিপদসংকুল রাস্তা এড়িয়েই তো যেতে পারতেন তিনি। এভাবে রাস্তায় কনে কেন? এর পিছনে রয়েছে আরও বড় উদ্দেশ্য।
ওই তরুণী বিয়ের মুহুর্তেও সামাজিক কর্তব্য পালন করলেন। প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কী অমানুষিক পরিস্থিতির মধ্যে বাস করছেন ওই রাস্তার ধারের মানুষজন। কীভাবে ওই ঝুঁকির রাস্তা ধরে যাতায়াত করছে গাড়ি।
বিয়ের সাজে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর কার্যত নেটিজেনদের কটাক্ষ আছড়ে পড়েছে। যা প্রশাসনের জন্য সুখের হতে পারেনা। ওই তরুণীর উদ্যোগের তারিফ করেছেন সকলেই। ঘটনাটি ঘটেছে কেরালায়।