রাষ্ট্রপতি ভবনের দরবার হল। এখানেই শুক্রবার সকালে দেশের ১৩ তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন বেঙ্কাইয়া নাইডু। তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পরে দেশের উপরাষ্ট্রপতি হওয়ার সুবাদে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যান হিসাবেও দায়িত্বভার গ্রহণ করেন বেঙ্কাইয়া নাইডু। এদিন তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ সহ আরও অনেকে।
নতুন উপরাষ্ট্রপতির সম্বন্ধে বলতে গিয়ে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, এদিনটাতেই শহিদ ক্ষুদিরাম বসুকে ফাঁসি দিয়েছিল ব্রিটিশরা। সেসব আত্মবলিদানের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বেঙ্কাইয়া নাইডুই দেশের প্রথম উপরাষ্ট্রপতি যিনি স্বাধীনতার পরে জন্মেছেন। সাধারণ কৃষক পরিবার থেকে ছাত্র রাজনীতি করে উঠে আসা বেঙ্কাইয়ার এই সফরকে স্বপ্নের সফর বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।