রোগীকে প্লাজমার জায়গায় দিল মৌসম্বির রস, হাসপাতালে তালা
রোগীকে দেওয়ার কথা ছিল প্লেটলেট। চিকিৎসকের পরামর্শে সেই প্লেটলেট দেওয়ার জায়গায় মৌসম্বির রস দেওয়া হয় তাঁকে। ফলে রোগীর মৃত্যু হয়।

ডেঙ্গি আক্রান্ত এক রোগীকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে প্লাজমা দিতে হবে বলে জানান চিকিৎসক। সেইমত হাসপাতালে ভর্তি ওই রোগীর আত্মীয়রা প্লাজমার জন্য হাসপাতালে তদ্বির করেন।
অভিযোগ হাসপাতালের তরফে তাঁদের প্লাজমা লেখা যে প্যাকেট দেওয়া হয় তা তাঁরা তুলে দেন ওই ব্যক্তি যেখানে ভর্তি ছিলেন সেখানে কর্তব্যরত হাসপাতাল কর্মীদের হাতে। রক্ত যেমন করে দেওয়া হয় তেমন করেই প্লাজমাও দেওয়া হয়।
ওই প্যাকেট থেকে প্লাজমা দেওয়া শুরু হয়। তাতে আরও অবনতি হয় রোগীর অবস্থার। দ্রুত ওই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়।
সেখানেই ওই রোগীর মৃত্যু হয়। চিকিৎসকেরা আত্মীয়দের জানান প্লাজমা নয়, তাঁকে যে প্যাকেট থেকে প্লাজমা দেওয়া হয়েছিল তাতে মৌসম্বির রস ছিল।
আত্মীয়রা এরপর উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ওই হাসপাতালের বিরুদ্ধে সোচ্চার হন। ঘটনায় তাঁরা সরাসরি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হস্তক্ষেপ চেয়েছেন।
ওই হাসপাতাল কর্মীরা তাঁদের প্লাজমা বলে মৌসম্বির রস ভরা প্যাকেট ধরিয়ে দেন বলে অভিযোগ করেছেন রোগীর আত্মীয়রা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের পাল্টা দাবি, প্লাজমার প্যাকেট রোগীর আত্মীয়রাই ব্যবস্থা করে নিয়ে এসেছিলেন।
পুরো বিষয়টি জানার পর জেলা প্রশাসনের তরফে ওই হাসপাতালে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। তদন্তও শুরু হয়েছে। যে প্লাজমার প্যাকেট নিয়ে এই কাণ্ড তা পরীক্ষার জন্য পাঠিয়েছে জেলা প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা