সামনে এল টাকায় সুভাষচন্দ্র বসুর ছবি ছাপার প্রস্তাব
টাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ছাপার প্রস্তাব সামনে এল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছাপার প্রস্তাবও সামনে এসেছে।
ভারতীয় অর্থনীতির হাল ফেরাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রস্তাব দিয়েছেন টাকায় গান্ধীজির পাশে লক্ষ্মী গণেশের ছবি ছাপা হোক। নোটে যে অন্য ছবিও ছাপা যেতে পারে তা অরবিন্দের প্রস্তাবে যেন পালে হাওয়া পেয়েছে।
অরবিন্দের দাবির পরই এবার এক বিজেপি নেতা দাবি তুললেন টাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছাপা হোক। ২ বিজেপি বিধায়ক নীতেশ রাণে এবং রাম কদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছাড়াও ছত্রপতি শিবাজির ছবি এবং বীর সাভারকরের ছবি ছাপার প্রস্তাব দিয়েছেন।
এমনকি ফটোশপ করে ২০০ এবং ৫০০ টাকার নোটে এসব ছবি দিয়ে টাকা কেমন দেখতে হতে পারে তাও দেখানোর চেষ্টা করেছেন তাঁরা। যেখানে উল্লেখযোগ্যভাবে মহাত্মা গান্ধীর মুখ বেপাত্তা।
শুধু বিজেপি বলেই নয়, টাকায় কার ছবি ছাপা হবে তা নিয়ে পিছিয়ে নেই কংগ্রেস থেকে শিবসেনা সহ অন্যান্য দলগুলি। কেউ দাবি তুলেছে টাকায় গৌতম বুদ্ধের ছবি ছাপা হোক। কেউ প্রস্তাব করেছেন সুভাষচন্দ্র বসুর নাম।
এক শিবসেনা নেতা দলের প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ছবিও প্রস্তাব করেছেন। নাম উঠেছে বল্লভভাই প্যাটেলেরও। ভগবান রামের ছবি নোটে ছাপার প্রস্তাবও তালিকায় রয়েছে। এমনকি বিআর আম্বেদকরের নামও নানা জনের প্রস্তাবে উঠে এসেছে।
অরবিন্দ কেজরিওয়ালের দেখানো পথের হাত ধরে এখন বিভিন্ন দলের নেতারা তাঁদের পছন্দের ব্যক্তিত্বের নাম সামনে এনেই চলেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা