গুলবার্গ সোসাইটি হত্যাকাণ্ডের রায় ঘোষণা করল আমেদাবাদের বিশেষ আদালত। ঘটনার ১৪ বছর অবশেষে রায় ঘোষণা হল এদিন। রায়ে ২৪ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ৩৬ জনকে বেকসুর খালাস করা হয়েছে। আগামী সোমবার দোষী সাব্যস্তদের সাজা ঘোষণা করবে আদালত। গোধরা কাণ্ডের পর ২০০২ সালের ফেব্রুয়ারিতে গুলবার্গ সোসাইটিতে ঢুকে আগুন লাগিয়ে দেয় একদল জনতা। ঘটনায় ৬৮ জনের মৃত্যু হয়। যারমধ্যে কংগ্রেসের প্রাক্তন সাংসদ এহসান জাফরিও ছিলেন। জাফরির স্ত্রী এরপর ৬৩ জনের নামে এফআইআর দায়ের করতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান। যে তালিকায় তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীরও নাম ছিল। আবেদনক্রমে সুপ্রিম কোর্ট একটি সিট গঠন করে। সিট তাদের তদন্তে জানায় এই ঘটনায় নরেন্দ্র মোদীর কোনও হাত নেই।
Leave a Reply