একসঙ্গে গান গাইলেন ১ কোটি মানুষ, সৃষ্টি হল অন্য আবহ
১ কোটি মানুষ একসঙ্গে গেয়ে উঠলেন গান। যা দেখে অভিভূত গোটা বিশ্ব। এমন এক সুর, তাল, ছন্দের মিলেও অভিভূত সকলে।
একটি গান বেশ কয়েকজনে মিলে গাওয়া নতুন কিছু নয়। যা কোরাস বলে পরিচিত। তবে সেই কয়েকজন যদি ১ কোটি মানুষ হন তাহলে তো অবাক হওয়ার মতই বিষয়। কিন্তু সেটাই তো বাস্তবে হল।
একটি বিশাল স্টেডিয়াম সহ বেশ কয়েকটি জায়গায় একত্র হলেন রাজ্য ও রাজ্যের বাইরে থেকে আসা মানুষজন। তাঁরা সকলে একসঙ্গে গেয়ে উঠলেন গান। এভাবে গাওয়া হল ৬টি গান। যা এত মানুষের কণ্ঠে এক অদ্ভুত আবহ সৃষ্টি করল।
কর্ণাটকের কোটি কণ্ঠ গানা এমন এক পরম্পরা যা বছরের পর বছর ধরে চলে আসছে। সেখানে ভুবনেশ্বরী দেবীকে স্মরণ করে গাওয়া হয় ধ্রুপদী সঙ্গীত। যা ভক্তিমূলকও বটে। যে গানে গলা মেলাতে মুখিয়ে থাকেন কর্ণাটকের মানুষজন।
এমনকি এই গানে অংশ নেওয়ার জন্য কর্ণাটকের বাইরে বসবাস করা মানুষজনও পরিবার নিয়ে হাজির হন এই সময়। যাতে তাঁরা এই সম্মিলিত কোরাসে অংশ নিতে পারেন। এটা তাঁদের জন্য এক পরম প্রাপ্তি।
সমবেত কণ্ঠের এই গান কর্ণাটকের মানুষের মধ্যে সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করে বলেই মনে করা হয়। সব ভুলে সকলের একসঙ্গে গাওয়া এই গান রাজ্যের মানুষের জন্য গর্বের বলেও মনে করা হয়।
একই সময়ে গ্রামে গ্রামেও এই গান একসঙ্গে গাওয়া হয়। এই বিশাল আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব পালন করে খোদ কর্ণাটক সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা