ঢকঢক করে মদ্যপান করছে বাঁদর, বোতল দেখলেই কেড়ে নিচ্ছে হাত থেকে
এক বাঁদরের কাণ্ডে রীতিমত আলোড়ন পড়ে গেছে। সে মদের বোতল শেষ করে দিচ্ছে নিমেষে। কারও হাতে মদের বোতল দেখলেই কেড়ে নিচ্ছে হাত থেকে।
একেই দেশের বিভিন্ন প্রান্তে এখন বাঁদরদের উৎপাতে জেরবার সাধারণ মানুষ। বাঁদরের হাতে শিশু মৃত্যুর ঘটনাও ঘটেছে। খাবার থেকে মানিব্যাগ, চশমা থেকে বাজারের থলি, যা দেখছে কেড়ে নেওয়ার ঘটনাও ঘটে চলেছে নানা জায়গায়। এমনকি সাধারণ মানুষ প্রশাসনের কাছেও অনেক জায়গায় দরবার করেছেন। সবচেয়ে বেশি সমস্যায় আছেন উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় থাকা মানুষজন।
এবার এক বাঁদরের ঘটনা সামনে এসেছে যে আবার অন্য কিছু কেড়ে নেয় না, কেবল কেড়ে নেয় মদের বোতল থেকে বিয়ারের ক্যান। মদের দোকানের আশপাশেই ঘুরঘুর করতে দেখা যাচ্ছে তাকে। এমনকি অভিযোগ, মদের দোকানে ঢুকেও মদের বোতল নিয়ে পালাচ্ছে সে।
মদের দোকান থেকে মদের বোতল কিনে হাতে নিয়ে বাড়ি ফেরার উপায় নেই। অনেক সময়ই ক্রেতার হাত থেকে সে বোতল ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে বাঁদরটি।
অনেক সময়ই সকলের সামনে ক্যান খুলে ঢক ঢক করে মদ গলায়ও ঢেলে নিচ্ছে। এই কাণ্ডে উত্তরপ্রদেশের রায়বরেলির আঁচলগঞ্জের মদের দোকানের মালিকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। স্থানীয় ক্রেতাদের হাত থেকে বোতল বা ক্যান কেড়ে নেওয়ায় তাঁরাও অসন্তুষ্ট।
এদিকে সকলের দাবি, বাঁদরটিকে তাড়া করলে সে পাল্টা আঁচড়ে কামড়ে দিচ্ছে। মদের দোকানের মালিকরা তো এই মদের বোতল চুরির অভিযোগে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। ওই বাঁদরটিকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়েছেন তাঁরা।