National

স্কুলের মুখ দেখল নোটবন্দির সময় ব্যাঙ্কে জন্ম নেওয়া ছোট্ট ছেলেটা

তার জন্ম হয়েছিল ব্যাঙ্কে। তাও তখন গোটা দেশ প্রায় ব্যাঙ্কের সামনে। সেই নোটবন্দির সময় জন্ম নেওয়া ছেলেটাকে স্কুলে ভর্তি করালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

তখন গোটা দেশটাই প্রায় সকাল থেকে বিকেল পর্যন্ত দাঁড়িয়ে ব্যাঙ্কের সামনে। নোটবন্দির সেই দিনগুলোয় দেশে এক অন্যই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেই সময় এক সন্তানসম্ভবা মহিলাও দাঁড়িয়েছিলেন ব্যাঙ্কের লাইনে।

ব্যাঙ্কের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই তাঁর প্রসববেদনা ওঠে। যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। তাঁর অবস্থা দেখে এগিয়ে আসেন লাইনে দাঁড়ানো অন্য মহিলারা।


সর্বেশা দেবী নামে ওই মহিলার তখন যা পরিস্থিতি ছিল তাতে তাঁকে হাসপাতাল নিয়ে যাওয়ার মত সময় হাতে ছিলনা। অগত্যা আশপাশে থাকা মহিলারাই তাঁকে কাপড় দিয়ে ঘিরে ব্যাঙ্ক চত্বরেই সন্তানপ্রসবে সাহায্য করেন। ব্যাঙ্ক চত্বরেই এক পুত্র সন্তানের জন্ম দেন ওই মহিলা।

এই ঘটনার খবর ছড়াতে সময় নেয়নি। তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন অখিলেশ যাদব। তিনি ওই শিশুটির নামকরণ করেন খাজাঞ্চি নাথ।


খাজাঞ্চি অর্থাৎ যিনি হিসাবপত্রের দেখভাল করেন। ব্যাঙ্কেও সেই কাজ হয়। তাই ব্যাঙ্কে জন্ম বলে এই নাম রাখেন অখিলেশ যাদব। এটাও জানান যে ওই শিশুর দায়িত্ব তাঁর।

২০১৬ সালের ২ ডিসেম্বর কানপুরের ঝিনঝাক এলাকার বাসিন্দা সর্বেশা দেবীর সেই সন্তান অবশেষে স্কুলের মুখ দেখল। খাজাঞ্চি নাথকে স্কুলে ভর্তি করিয়ে দিলেন অখিলেশ যাদব।

রামা ইন্টারন্যাশনাল স্কুলে খাজাঞ্চি এখন থেকে পড়াশোনা করবে। অখিলেশ যাদব তাঁর দেওয়া কথা রাখায় আপ্লুত খাজাঞ্চির পরিবার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button