মানবিক দেওয়াল বাড়িয়ে দিল সাহায্যের হাত, উপকৃত হলেন বহু মানুষ
একটা সাধারণ দেওয়াল যে কতটা মানবিক হয়ে ওঠে তা নজর কাড়ল সকলের। বহু মানুষ এই দেওয়ালের হাত ধরে উপকৃতও হলেন।
বাড়ির বাইরে যেমন দেওয়াল দেওয়া থাকে তেমনই দেওয়াল। সেই পাঁচিলের মাথায় কিছু কাচের টুকরো লাগানো। যাতে তা টপকে কেউ বাড়ির পরিসরে প্রবেশ করতে না পারে।
এ ধরনের দেওয়াল দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কিন্তু সে দেওয়াল নিয়ে কারও কোনও উৎসাহ থাকেনা। এ দেওয়াল নিয়ে অবশ্য রয়েছে।
এ দেওয়াল তো যে সে দেওয়াল নয়! এ যে মানবিকতার দেওয়াল! যা মানুষকে মনে করিয়ে দেয় মানুষই মানুষের জন্য। ২টি অচেনা মানুষ একে অপরকে নিঃশব্দে সাহায্য করে, পাশে দাঁড়ায় এই দেওয়ালের হাত ধরে।
একটি লম্বা পাঁচিলেরই কিছুটা অংশ সাদা ও লাল রঙয়ে ভরিয়ে তুলেছে একটি ট্রাস্ট। দেওয়ালের নাম রেখেছে ‘ওয়াল অফ কাইন্ডনেস’। যাকে আমজনতা চেনেন ‘দিওয়ার-এ-হামদর্দ’ নামে।
এ দেওয়ালে অনেক হুক লাগানো রয়েছে। কেউ যদি মনে করেন দুস্থদের তাঁদের ব্যবহার করা বা নতুন কোনও পোশাক, চাদর, গরমের পোশাক, কম্বল দিতে চান তাহলে তা দেওয়ালে টাঙিয়ে দিয়ে চলে যেতে পারেন।
আর যদি কারও মনে হয় যে তাঁর পোশাক প্রয়োজন। কেনার মত আর্থিক ক্ষমতা তাঁর নেই। তাহলে এখান থেকে এসে তাঁর পছন্দের পোশাক বেছে নিয়ে যেতে পারেন। এজন্য কেউ সেখানে দাঁড়িয়ে থাকবেন না। যিনি দেবেন তাঁকে দেখার জন্যও নয়, যিনি নেবেন তাঁকে দেখার জন্যও নয়।
একটি ট্রাস্টের তরফ থেকে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে জম্মু শহরের গুজ্জরনগর চকে। যা অনেক দুস্থ দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে। আবার এখানে পোশাক দিতে পেরেও বেজায় খুশি অনেক শহরবাসী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা