বিশ্ববিদ্যালয় জুড়ে ছাত্রীদের পা ছুঁয়ে প্রণাম করে বেড়ালেন ছাত্রনেতা
বিশ্ববিদ্যালয় জুড়ে এক ছাত্রনেতা সব ছাত্রীদের প্রণাম করে বেড়াচ্ছেন। নিজের ইচ্ছায় একাজ করেন ওই ছাত্রনেতা। কেন এমন করলেন তাও জানালেন তিনি।
বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছিল আর পাঁচটা দিনের মতই। কিন্তু এক ছাত্রনেতা তার মাঝে এমন কাণ্ড শুরু করলেন যে গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে আচমকাই চর্চায় উঠে আসেন তিনি।
হবে নাই বা কেন! দীপঙ্কর নামে এই ছাত্রনেতা হঠাৎই যে ছাত্রীকে সামনে পাচ্ছিলেন তাঁকেই পায়ে হাত দিয়ে প্রণাম করছিলেন। তাহলে তিনি কি এমন কিছু করেছেন যার শাস্তি হিসাবে ছাত্রীদের প্রণাম করতে হচ্ছে এখন? অনেকের মনে এ প্রশ্নও জাগে।
কিন্তু ওই ছাত্রনেতা তেমন কিছুই করেননি। কার্যত সদিচ্ছা থেকেই তিনি বন্ধুসম সহপাঠী ছাত্রী থেকে শুরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সামনে পেলেই পায়ে হাত দিয়ে প্রণাম করতে শুরু করেন।
এমন কাণ্ডে সকলেই থতমত খেয়ে যান প্রথমে। ওই ছাত্রনেতাকে প্রশ্ন করা হয় কেন তিনি বিশ্ববিদ্যালয় জুড়ে সব ছাত্রীকে প্রণাম করে বেড়াচ্ছেন?
উত্তরে দীপঙ্কর প্রকাশ নামে ওই ছাত্রনেতা জানান, তাঁর চোখে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রীই তাঁর মা বা বোনের মত। তাই ছাত্রীদের পা ছুঁতে তাঁর এতটুকু কুণ্ঠা নেই। তাঁর চোখে সকলেই মা দুর্গার রূপও।
তবে শুধুই প্রণাম করে সব ছাত্রীকে মা বা বোনের মত ভেবে চলে যাননি ওই ছাত্রনেতা। সেই সঙ্গে তিনি একটি আবেদনও প্রণাম করার পর রেখেছেন। তাঁকে ভোট দেওয়ার আবেদন।
পাটনা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে পাপ্পু যাদবের দল জন অধিকার পার্টি-র ছাত্র শাখার নেতা দীপঙ্কর। এবার পাটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে থাকা জন অধিকার স্টুডেন্ট কাউন্সিল ক্ষমতায় এলে তিনিই সম্ভাব্য সভাপতি।
এই অবস্থায় ছাত্রীদের ভোট তাঁর দিকে টানতে বিশ্ববিদ্যালয় জুড়ে ছাত্রীদের পায়ে হাত দিয়ে প্রণাম করে বেড়ালেন দীপঙ্কর। দীপঙ্কর জানিয়েছেন, অন্য ছাত্রনেতাদের মত পিৎজা, বিরিয়ানির প্যাকেট দিয়ে ভোট চাওয়ার চেয়ে ছাত্রীদের পায়ে হাত দিয়ে প্রণাম করে ভোট চাওয়াকে শ্রেয় বলে মনে করেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা