
উত্তরপ্রদেশের গোরক্ষপুরে বাবা রাঘব দাস মেডিক্যাল কলেজে গত ৫ দিনে ৬০ শিশুর মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা দেশ। উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পর এই ঘটনায় সবচেয়ে কোণঠাসা যোগী আদিত্যনাথের বিজেপি সরকার।
এদিন মুখ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করেন। জানান বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চিন্তিত। যে বা যারা এই চিকিৎসা গাফিলতির সঙ্গে জড়িত তাদের কঠোর শাস্তি হবে বলেও এদিন আশ্বস্ত করেন যোগী আদিত্যনাথ। পাশাপাশি সংবাদমাধ্যম ভুয়ো খবর প্রকাশ করছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের হাসপাতালের ওয়ার্ডে ঘুরে দেখে রিপোর্ট করার পরামর্শ দেন।
এদিকে রবিবার ওই হাসপাতালের শিশু বিভাগের ইনচার্জ কাফিল আহমেদকে সরিয়ে দিয়েছে রাজ্য সরকার।