National

বরের বাড়ির তত্ত্ব দেখে বিয়ে বাতিল করলেন কনে, এটিএম কার্ডেও কাজ হল না

বরের বাড়ি থেকে কনের জন্য আসা তত্ত্ব দেখার পর বিয়ে বাতিল করে দিলেন কনে। এমনকি এটিএম কার্ড দেওয়ার কথা বলেও ভোলানো গেলনা কনেকে।

বরপক্ষ ও কন্যাপক্ষ, ২ তরফেই সব প্রস্তুতি হয়ে গিয়েছিল। বিয়ের আগে বরের বাড়ি থেকে প্রথা মাফিক তত্ত্ব এসেছিল। সেই তত্ত্ব দেখতে হাজির হন কনেও। আর সেই তত্ত্বে আসা তাঁর পোশাক দেখেই কনে বেঁকে বসেন বিয়ে করতে।

কনের দাবি, অত্যন্ত কমদামী একটি পোশাক তাঁর জন্য পাঠানো হয়েছে বরের বাড়ি থেকে। যা পরে বিয়ে করা যায়না। কনে বিয়ের ঠিক আগেই বেঁকে বসায় কন্যাপক্ষ তো বটেই বরের বাড়ির লোকজনও মুশকিলে পড়ে যান।


২ তরফ থেকেই অনেক করে বোঝানোর চেষ্টা হয় কনেকে। এমনকি বরের বাবা এসে কনেকে বোঝানোর চেষ্টা করেন। কনে তাতেও রাজি না হওয়ায় তিনি একটি এটিএম কার্ড তাঁকে দিতে চান। কিন্তু এটিএম কার্ডের প্রলোভন দেখিয়েও চিঁড়ে ভেজেনি।

কনে সাফ জানিয়ে দেন যে পরিবার থেকে এত কমদামী পোশাক তাঁর জন্য বিয়েতে পাঠানো হয়েছে সে পরিবারে তিনি বিয়ে করবেননা।


বরের বাড়ির তরফে জানানো হয় তারা কনের বিয়ের লেহেঙ্গা বেনারস থেকে গিয়ে নিয়ে আসেন। দাম পড়েছিল ১০ হাজার টাকা। কনেকে সেকথাও জানানো হয়। কিন্তু ১০ হাজারের লেহেঙ্গাকে কমদামী বলেই মনে করেন কনে। সেকথা তিনি স্পষ্ট করে জানিয়েও দেন।

শেষপর্যন্ত অনেক চেষ্টা করেও কনেকে কেউই রাজি করাতে পারেননি। ফলে বিয়ে ভেঙে যায়। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হল্দওয়ানিতে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button