মদ, গাঁজা, সিগারেট সহ এ মন্দিরে বিগ্রহকে নিবেদন করা হল ১ হাজার ৩৫১ রকম ভোগ
দেশের অন্যতম পরিচিত মন্দির এটি। এখানে পূজিত দেবতাকে দর্শন করতে ভক্তের ঢল নামে সারা বছর। সেখানে বিশেষ দিনে বিগ্রহকে যে ভোগ দেওয়া হয় তা যথেষ্ট নজরকাড়া।
মন্দিরে বিগ্রহকে অন্নভোগ, পায়েস, খিচুড়ি, ভাজা, বিভিন্ন নিরামিষ পদ, মিষ্টি এসব দিতেই মানুষ দেখে অভ্যস্ত। ভারতের তামাম মন্দিরে বিগ্রহের এসবই প্রধান ভোগ প্রসাদ। কিন্তু এ ভারতেই এমন এক মন্দির রয়েছে যেখানে সারা দেশ তো বটেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ ছুটে আসেন বিগ্রহ দর্শনে।
সেখানে কিন্তু ভৈরব অষ্টমী উপলক্ষে বিশেষ ভোগের আয়োজন হয়। যেখানে ভোগ প্রসাদের সংখ্যা হয় ১ হাজার ৩৫১টি। তবে সাধারণভাবে যে ভোগ দেখে সকলে অভ্যস্ত তার বাইরেও বিশেষ ভোগ পড়ে থালায়। যাতে থাকে মদ, সিগারেট, গাঁজা। এমন ভোগ কেবল এ মন্দিরের বিশেষত্ব।
মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মন্দিরে অধিষ্ঠিত রয়েছেন প্রভু ভৈরবনাথ। প্রতিবছর ভৈরব অষ্টমীর দিন হয় বিশেষ পুজোর আয়োজন।
ওইদিন ভৈরবনাথকে নিয়ে শোভাযাত্রা বার হয়। মন্দির থেকে বার হয়ে বিগ্রহকে শহর পরিক্রমা করানো হয়। বিশাল শোভাযাত্রায় পুরো পথ মন্ত্রোচ্চারণ করতে করতে হাঁটেন পুরোহিতরা।
ওইদিন মন্দির সেজে ওঠে ৪ কুইন্টাল ফুলের সাজে। নিবেদন করা হয় ভোগ প্রসাদ। যাতে স্থান পায় ১ হাজার ৩৫১ রকম জিনিস।
যার মধ্যে থাকে ৭৫ রকম ড্রাই ফ্রুট, ৬৪ রকম চকোলেট, ৪৫ রকম বিস্কুট, ৬০ রকম গুজরাটি নিমকি, ৫৫ রকম মিষ্টি, ২৮ রকম ফল, ২৮ রকম সফট ড্রিংকস সহ নানা কিছু।
এছাড়াও থাকে মদ, সিগারেট, গাঁজা, গাঁজার কলকে। মদের মধ্যে থাকে রাম, হুইস্কি, ভদকা, টাকিলা, বিয়ার, শ্যাম্পেন। থাকে ৬০ প্যাকেট সিগারেট। থাকে গাঁজা এবং গাঁজার কলকে। ভৈরব অষ্টমী উপলক্ষে বিশেষ আরতি হয় প্রভু ভৈরবনাথের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা