গত রবিবার থেকেই কার্যত বিচ্ছিন্ন উত্তরবঙ্গ ও উত্তরপূর্বাঞ্চলের যাবতীয় রেল যোগাযোগ। না ট্রেন আসছে, না যাচ্ছে। জলের তলায় চলে গেছে বহু রেললাইন। বিহারের কিষণগঞ্জ এমন একটা রেল স্টেশন যা উত্তরবঙ্গ ও উত্তরপূর্বাঞ্চলের রেল যোগাযোগের অন্যতম ভরসা। সেই কিষণগঞ্জ স্টেশন ডুবে গেছে জলে। ইতিউতি উঁকি মারছে প্ল্যাটফর্মের মাথা। বাকিটা নদী। লাইনের একটা কোণাও দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে এই স্টেশন দিয়ে কোনও রেল চলাচলের প্রশ্নই নেই। মহানন্দার বাঁধ ভেঙে পুরো কিষণগঞ্জ জেলাটাকেই জলের তলায় ডুবিয়ে দিয়েছে।
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেও কোনও ট্রেন ছাড়ছে না। মালদহ টাউনের ওপর দিয়ে কোনও ট্রেন যাচ্ছে না। ফলে সবদিক থেকে রেল পথে বিচ্ছিন্ন উত্তরবঙ্গ। ব্যাহত সড়ক যোগাযোগও। উত্তর দিনাজপুরের ডালখোলায় ৩৪ নম্বর জাতীয় সড়কের প্রায় ২ কিলোমিটার জলের তলায় চলে গেছে। ফলে সেখান দিয়ে কোনও যান চলাচল করছে না। বরং রাস্তার ওপর দিয়ে জলই বইছে হুহু করে। অন্যান্য অনেক রাস্তাও জলের তলায় চলে গেছে। ফলে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন। ফারাক্কার কাছে নিশ্চিন্দপুরেও সড়ক জলে ভেসে গেছে। এদিকে কলকাতা থেকে উত্তরবঙ্গগামী বাসগুলিকে আপাতত রায়গঞ্জ পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।