গাঁজা খেয়েছে ইঁদুর, আদালতে দাবি পুলিশের
গাঁজা খাচ্ছে ইঁদুর। গাঁজা রাখালেই তা সাবাড় করে দিচ্ছে। আদালতে এমনই দাবি করল পুলিশ। ৬০ লক্ষ টাকার গাঁজা ইতিমধ্যেই ইঁদুর খেয়েছে বলে দাবি পুলিশের।
ইঁদুর নাকি গাঁজার ভক্ত হয়ে উঠেছে। তারা গাঁজা পেলেই খেয়ে নিচ্ছে। গাঁজায় রীতিমত মজেছে তারা। তাদের হাত থেকে গাঁজা রক্ষা করা যাচ্ছেনা।
ইতিমধ্যেই তারা ৫৮১ কেজি গাঁজা সাবাড় করে দিয়েছে। যার বাজারে দাম ৬০ লক্ষ টাকা। এমনই দাবি করল পুলিশ। যা অনেক মানুষকেই অবাক করে দিয়েছে।
আদালত একটি মামলার প্রেক্ষিতে কত গাঁজা উদ্ধার করা হয়েছিল এবং তা এখন পুলিশের কাছে আছে কিনা জানতে চেয়েছিল। তারই উত্তরে পুলিশ জানিয়েছে তাদের ২টি গুদাম, যেখানে উদ্ধার হওয়া গাঁজা উদ্ধারের পর মজুত করা হয়েছিল, তার অধিকাংশ ইঁদুরের পেটে চলে গেছে।
মথুরা পুলিশের এই দাবির পর আদালত পুলিশকে জানায় কত গাঁজা ইঁদুর খেয়ে ফেলেছে তার খতিয়ান দিতে। সেখানেই পুলিশ ৫৮১ কেজি গাঁজা ইঁদুরের পেটে যাওয়ার কথা জানায়।
এক পুলিশ আধিকারিক বিষয়টি নিয়ে বিচারককে বলতে গিয়ে জানান, হতে পারে ইঁদুররা আকারে ছোট কিন্তু তারা পুলিশকে একদম ভয় করেনা। সব গাঁজা তাই নির্ভয়ে খেয়ে নিচ্ছে।
সব শুনে আদালত যেটুকু গাঁজা বেঁচে আছে তা দ্রুত নষ্ট করে ফেলার নির্দেশ দেয়। এভাবে ইঁদুরের গাঁজা খেয়ে ফেলার বিষয়টিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে একটি মদ উদ্ধার সংক্রান্ত তদন্তে ২ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তদন্তে দেখা গিয়েছিল উদ্ধার হওয়া মদ তাঁরা এক গ্যাংস্টারকে বেচে দিয়েছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা