এ শহরে পাড়াতেই মিলবে বিনা খরচে বিশেষ স্বাস্থ্য পরিষেবা
শারীরিক সমস্যা দূর করতে এবার পাড়াতেই ক্লিনিক খোলার রাস্তায় হাঁটল এক রাজ্যসরকার। যে পরিষেবা বিনা খরচে পাওয়া যাবে।
মহিলাদের নানা শারীরিক সমস্যা থাকে। যা তাঁরা যে কোনও চিকিৎসকের সামনে খুলে বলতে দ্বিধা বোধ করেন। ফলে সমস্যা দূর করার রাস্তায় না হেঁটে তা চেপে রাখেন। পড়ে যা চরম আকার নিতেই পারে।
মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় তাঁরা যাতে দ্রুত সমাধান পান, তাও নিঃসংকোচে, তার রাস্তা দেখাল রাজধানী। পাড়ায় পাড়ায় রাজ্যসরকারের তরফে সেখানে তৈরি হচ্ছে মহিলা মহল্লা ক্লিনিক।
যা মহিলাদের স্বস্তি দিয়েছে। আপাতত কয়েকটি জায়গায় শুরু হয়েছে ক্লিনিক। ক্রমে তা আরও ছড়িয়ে দেওয়া হবে শহরের সব কোণায়।
এই ক্লিনিকগুলি বাড়ির কাছেই পেয়ে যাবেন মহিলারা। সেখানে মহিলা চিকিৎসকরাই মূলত রোগী দেখবেন। নার্স থেকে অন্যান্য পরিষেবার জন্যও মহিলারাই থাকবেন।
সেখানে মহিলাদের শারীরিক সমস্যা তাঁরা জানালে চিকিৎসক পরীক্ষা করে তাঁকে ওষুধ দেবেন। প্রয়োজনে পরীক্ষাও করাতে পারেন।
চিকিৎসককে দেখানো থেকে ওষুধ পাওয়া বা পরীক্ষা, সবই হবে বিনামূল্যে। খরচ বহন করবে রাজ্যসরকার। এমনই এক উদ্যোগ দিল্লি শহরে বসবাসকারী মহিলাদের খুশি করেছে।
এই ক্লিনিকগুলিতে পরিবার পরিকল্পনা বা গর্ভনিরোধক উপায় নিয়েও মহিলারা নিঃসংকোচে কথা বলতে পারবেন, পরামর্শ নিতে পারবেন। অরবিন্দ কেজরিওয়াল সরকার দিল্লি শহর জুড়ে মোট ১০০টি এমন ক্লিনিক খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
একটি একটি করে নানা জায়গায় ক্লিনিক খোলাও চলছে। যা শুরু হয়েছিল বাংলা সাহিব গুরুদ্বারের কাছে একটি ক্লিনিক উদ্বোধন দিয়ে। দিল্লি যে রাস্তা দেখাল তা অন্যান্য রাজ্যের সরকারেরও ভেবে দেখা উচিত বলে মনে করছেন মহিলারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা