বিদেশ থেকে আনা চকোলেট মুখে পুরতেই মৃত দ্বিতীয় শ্রেণির ছাত্র
কাজে বিদেশে গিয়েছিলেন বাবা। নিয়ে এসেছিলেন চকোলেট। সেই চকোলেট মুখে পুরতেই মৃত্যু হল তাঁর সন্তানের। যদিও চকোলেটে কোনও সমস্যা ছিলনা।
অস্ট্রেলিয়া থেকে ফেরার সময় ৪ সন্তানের জন্যই সেখান থেকে চকোলেট কিনে এসেছিলেন এক ব্যক্তি। পেশায় বৈদ্যুতিন দ্রব্যের ব্যবসায়ী ওই ব্যক্তি চকোলেট এনে সন্তানদের হাতে তুলে দেন।
চকোলেট পেয়ে সকলেই বেজায় খুশি। দ্বিতীয় শ্রেণিতে পাঠরত ৮ বছরের সন্দীপ ঠিক করে সে বাবার আনা চকোলেট স্কুলে নিয়ে গিয়ে খাবে। সেইমত স্কুলের ব্যাগে পুরে নেয় অস্ট্রেলিয়া থেকে আনা চকোলেট। তারপর স্কুলে ক্লাসের ফাঁকে সেটি মুখে পোরে।
চকোলেট মুখে দেওয়ার পরই আচমকা দমবন্ধ হয়ে আসে তার। শিক্ষক দেখেন সন্দীপ শ্বাস নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছেনা। তিনি আর দেরি না করে সন্দীপ সিংকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকও ব্যবস্থা নেন। দেখা যায় চকোলেট সন্দীপের গলায় এমনভাবে আটকে গেছে যে শ্বাসনালীর মুখ বন্ধ হয়ে গেছে। চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করেন সেটি বার করার। কিন্তু তার আগেই সন্দীপের শ্বাস নিতে না পেরে মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ওয়ারাঙ্গল শহরে। রাজস্থানের কাঙ্গার সিং তাঁর স্ত্রী ও ৪ সন্তানকে নিয়ে কর্মসূত্রে বিগত ২০ বছর ধরে ওয়ারাঙ্গলের বাসিন্দা।
ভালবেসে কাঙ্গার সিংয়ের আনা চকোলেটই তাঁর কাছ থেকে কেড়ে নিল তাঁর সন্তানকে। এটা মেনে নিতে পারছেন না তিনি। শোকে পাথর হয়ে গেছে গোটা পরিবার। এমনকি প্রতিবেশি থেকে স্কুল কেউই মেনে নিতে পারছেন এই মৃত্যু। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা