১৮৭টি কয়েন গিলে ফেললেন এক ব্যক্তি, বুঝতেই পারেননি বলে ধারনা চিকিৎসকদের
ভাল করে বুঝতেও পারলেন না কি খাচ্ছেন। কিন্তু গত ২ মাসে প্রায় ২০০টির কাছে কয়েন গিলে নিলেন এক ব্যক্তি। তাও আবার নানারকম কয়েন।
গত ২ মাস কি তার চেয়ে কিছু বেশি সময়ের মধ্যে ১৮৭টি কয়েন খেয়ে ফেললেন এক ব্যক্তি। ১৮৭টি কয়েনের মধ্যে মিশে ছিল ৫, ২ এবং ১ টাকার কয়েন। তিনি যে খাবার ভেবে কয়েন খেয়ে ফেলছেন তাও তিনি বুঝে উঠতে পারছিলেননা বলেই মনে করছেন চিকিৎসকেরা।
এদিকে এত কয়েন খাওয়ার পর তাঁর পেটে প্রবল অস্বস্তি শুরু হয়। বমি হতে থাকে। ফলে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা করে চিকিৎসকেরা দেখেন পাকস্থলী জুড়ে ছড়িয়ে রয়েছে অনেক কয়েন।
সময় নষ্ট না করে দ্রুত তাঁর অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। তারপর এক এক করে পাকস্থলীতে আটকে থাকা কয়েনগুলিকে বার করে আনেন চিকিৎসকেরা।
দীর্ঘক্ষণের চেষ্টায় মোট ১৮৭টি কয়েন উদ্ধার হয় পাকস্থলী থেকে। যার মধ্যে নানা কয়েন মিশে ছিল। যা বিভিন্ন সময়ে গিলে নিয়েছিলেন ওই ব্যক্তি।
কয়েনগুলির মোট ওজন দাঁড়ায় প্রায় দেড় কেজি। চিকিৎসকেরা পরে জানান, ওই ব্যক্তি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। যার ফলে মানুষ বাস্তবে যা ঘটছে তা অনেক সময় বুঝতে পারেননা। একটা কাল্পনিক জগত দেখতে পান। অলীক কিছুকে সঠিক বলে ভাবতে শুরু করেন। তাঁর মধ্যে বিভিন্ন সত্ত্বা প্রকট হতে থাকে।
ওই রোগের কারণেই ওই ব্যক্তি হয়তো বুঝতেও পারেননি তিনি কি খেয়ে ফেলছেন বা যেটা খাচ্ছেন সেটা খাবার নয়। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বাগালকোটে।