উড়ন্ত ধুলো টেনে নিমেষে গিলে ফেলছে ৪ কিশোরের আজব গাড়ি
একটি গাড়ি রাস্তায় চলতে শুরু করলে তা থেকে সামান্য হলেও দূষণ ছড়ায়। এমন ধারনা রয়েছে অনেকের। কিন্তু এ গাড়ি উল্টে দূষণ শুয়ে নেয়।
আবিষ্কার শব্দটা কোনও স্থান, কাল এবং পাত্রের ওপর দাঁড়িয়ে থাকেনা। আর পাত্রের বয়সের ওপরও নয়। তাই একটি ১ জন, একটি ২ জন এবং একটি ৩ জন বসার আসন বিশিষ্ট ৩টি গাড়ি রাস্তায় নামল ৩ কিশোরের হাত ধরে। কিন্তু তাদের এই আবিষ্কার অনেক তাবড় সংস্থাকে অবাক করে দেওয়া জন্য যথেষ্ট।
তাদের এই আজব গাড়ি সত্যিই ম্যাজিক দেখাচ্ছে। কারণ এ গাড়ি রাস্তায় বার হলে তা বাতাস থেকে শুষে নিচ্ছে যাবতীয় দূষণ। শুষে নিচ্ছে উড়তে থাকা ধুলো ময়লা। যা মানুষ দেখতেও পান না। কিন্তু তাঁদের অজান্তেই তাঁদের শরীরে তা নিশ্চিন্তে প্রবেশ করে বিভিন্ন রোগের কারণ হয়।
দূষণ এখন এক বড় সমস্যা। তা থেকে রেহাই দিতে এই আজব গাড়ির তুলনা হয়না। লখনউ শহরের ৪ ছাত্র ৯ বছরের আরব, ১১ বছরের বিরাজ, ১২ বছরের গর্বিত এবং ১৪ বছরের শ্রেয়াংশ মিলে এই গাড়ি তৈরি করেছে। তাও আবার মাত্র আড়াইশো দিনে।
গাড়ির একটা বড় অংশ তৈরি হয়েছে ফেলে দেওয়া উপকরণ থেকে। কিন্তু গাড়ি দিব্যি রাস্তায় ঘুরছে। তার ১০০ কিলোমিটারের মধ্যে থাকা বাতাসে উড়তে থাকা ধুলো টেনে নেওয়া ক্ষমতা ধরছে এই গাড়ি।
আপাতত ৩টি গাড়ি তৈরি করা সম্ভব হয়েছে। কিন্তু যেখানে ভারতে বায়ুদূষণ অস্বাস্থ্যকর পরিস্থিতির এক বড় কারণ হয়ে উঠেছে, সেখানে এই ৩টি আজব গাড়ির ভাবনা কামাল দেখাতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা