বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ, প্রবল বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। যা ক্রমশ জলের ওপরই শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসবে। যার জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে একটি নিম্নচাপ। যা এখন ক্রমশ শক্তি বাড়াচ্ছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়িয়ে নিম্নচাপটি আরও গভীর হবে বলেই মনে করছেন আবহবিদেরা। জলের ওপরই তা শক্তি বাড়াতে থাকবে।
২ দিনের মধ্যে সেটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। ৭ ডিসেম্বর সেটি অতি শক্তিশালী রূপ ধারণ করে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে।
তারপর আস্তে আস্তে এগিয়ে আসবে স্থলভাগের দিকে। যার ফলে ডিসেম্বরের ৮ থেকে ১০ তারিখের মধ্যে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। বইবে ঝোড়ো হাওয়াও।
আবহাওয়া দফতরের পূর্বাভাস এই নিম্নচাপের জেরে তামিলনাড়ুতে প্রবল বৃষ্টি হতে চলেছে। তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টি হবে। তাছাড়া বৃষ্টি হবে ওই রাজ্যের বিভিন্ন অংশে।
প্রসঙ্গত তামিলনাড়ুতে নভেম্বর, ডিসেম্বরে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষার বৃষ্টি হয়। এই সময় দক্ষিণ ভারতে বর্ষার আমেজ থাকে। কিন্তু এবার নভেম্বরে তেমন বৃষ্টি হয়নি। ফলে সেই ঘাটতি ডিসেম্বরে পূরণ হতে পারে বলে মনে করছেন আবহবিদেরা।
এমনকি এই নিম্নচাপ বলেই নয়, তাঁদের অনুমান বঙ্গোপসাগরে ডিসেম্বরে আরও নিম্নচাপ তৈরি হবে। যার হাত ধরে তামিলনাড়ু সহ দক্ষিণ ভারত ভাল বৃষ্টি পেতে চলেছে।
এদিকে এই নিম্নচাপের কোনও প্রভাব পশ্চিমবঙ্গের ওপর পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গে এখন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পারদও নিম্নমুখী। তবে জাঁকিয়ে শীত যাকে বলে তা পৌষ শুরুর আগে তেমনভাবে পড়বে না বলেই মনে করছেন আবহবিদেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা