মহিলা সেজে বিয়ে করতে চেয়ে এক ব্যক্তির ২১ লক্ষ টাকা গায়েব করল ঠগ
আসলে ৪৭ বছরের এক পুরুষ। কিন্তু মহিলা সেজে এক ব্যক্তিকে বিয়ে করতে চায় সে। তারপর ২১ লক্ষ টাকা এক অছিলায় গায়েবও করে দেয়।
ছেলের বয়স পৌঁছে গেছে ৩৯ বছরে। কিন্তু বিয়ে হচ্ছেনা। অগত্যা ছেলের জন্য পাত্রী খুঁজতে ওই ব্যক্তির বাবা একটি পাত্রপাত্রীর ওয়েবসাইটে ছেলের বিস্তারিত তুলে ধরেন। পাত্রীও পাওয়া যায়।
এক মহিলা ওয়েবসাইট মারফত যোগাযোগ করে জানায় সে বিয়ে করতে ইচ্ছুক। নিজের ফোন নম্বরও ওই ওয়েবসাইট মারফত জানায় ওই মহিলা। ফোন নম্বর পাওয়ার পর হবু পাত্রের সঙ্গে তার বেশ আলাপও জমে যায়। ২ জনের মধ্যে ফোনে গল্পগুজব চলতে থাকে।
এর মধ্যেই একদিন ওই মহিলা ফোনে জানায় তার কষ্টের কথা। তার মা হাসপাতালে ভর্তি। কিন্তু হাসপাতালের খরচ বহন করার মত টাকা তার হাতে নেই।
হবু স্ত্রীর মুখে একথা শোনার পর দেরি না করে ওই মহিলার অ্যাকাউন্ট নম্বর চেয়ে সেখানে টাকা পাঠাতে থাকেন ওই ৩৯ বছরের ব্যক্তি। এভাবে ৫ দফায় ২১ লক্ষ টাকা দিয়েও দেন তিনি। এরপরও টাকা চাওয়ায় সন্দেহ হয় ওই ব্যক্তির। তিনি বিষয়টি চেন্নাইয়ের নানগামবক্কম থানায় জানান।
পুলিশ তদন্তে নেমে যা জানতে পারে তা হতবাক করে দেয় হবু পাত্রকে। পুলিশ জানায়, যে মহিলা এতদিন তাঁর সঙ্গে বিয়ে করবে বলে কথা দিয়ে ফোনে আলাপ চালাচ্ছিল সে কোনও মহিলা নয় পুরুষ। ৪৭ বছরের ধতত্রী শ্রীনিবাসন নামে ওই ঠগকে পুলিশ সালেম থেকে গ্রেফতারও করে।
একথা জানতে পেরে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ে হবু পাত্রের। মহিলার গলা করে কোনও পুরুষ এতদিন ধরে তাঁকে ঠকিয়েছে তা বিশ্বাস করে উঠতে পারছেন না চেন্নাইয়ের ওই বাসিন্দা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা