বেঁচে উঠলেন মৃত মহিলা, তাঁর মৃত্যুর জন্য জেল খাটছেন এক যুবক
মাঝে কেটে গেছে ৭টি বছর। এই ৭ বছর গারদের পিছনেই কাটাতে হয়েছে এক মহিলার মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত যুবক। পর্দা ফাঁস করলেন যুবকের মা।
৭ বছর আগে মেয়ের নিখোঁজ হওয়ার কথা জানিয়ে পুলিশে অভিযোগ জমা করেন এক ব্যক্তি। পরে এক কিশোরীর দেহ পাওয়া যায়। পুলিশ সনাক্ত করতে বললে ওই ব্যক্তি মৃতদেহটি তাঁরই মেয়ের বলে দাবি করেন। এও জানান যে তাঁর মেয়ের সঙ্গে বিষ্ণু নামে এক তরুণকে শেষ দেখা গিয়েছিল।
বিষ্ণুকে গ্রেফতার করার পর মেয়েটিকে হত্যার অভিযোগে বিষ্ণুর জেল হেফাজতের নির্দেশ হয়। গারদের পিছনে যেতে হওয়া ছেলে যে নির্দোষ তা নিয়ে নিশ্চিত ছিলেন তাঁর মা। কিন্তু সেকথা পুলিশকে বলে কোনও লাভ হয়নি। তাই তিনি নিজেই পুরো বিষয়টি খতিয়ে দেখা শুরু করেন।
বিষ্ণুর মায়ের চেষ্টায় ৭ বছর পর হদিশ মিলল সেই হারিয়ে যাওয়া কিশোরীর। যিনি এখন তরুণী। তাঁকে উত্তরপ্রদেশের হাথরাসে দেখতে পান বিষ্ণুর মা। তারপর পুলিশে বিস্তারিত জানান।
পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে ওই ২২ বছরের তরুণীকে গ্রেফতার করে। তাঁর ডিএনএ পরীক্ষার নির্দেশও হয়েছে। এদিকে বিষ্ণুর মা এই ঘটনার পর ছেলের মুক্তির জন্য সোচ্চার হয়েছেন।
যাঁর কোনও ক্ষতিই তাঁর ছেলে করেননি, তাঁর মৃত্যুর জন্য তাঁর নিরপরাধ ছেলেকে ৭ বছর জেলে কাটাতে হল এটা এখনও মেনে নিতে পারেন না বিষ্ণুর মা।
তবে এখনও বেশ কিছু আইনি প্রক্রিয়া বাকি। তারপরই হয়তো বিষ্ণু ছাড়া পেতে পারেন। ঘটনাটি রীতিমত হইচই ফেলে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা