ঘুষের টাকা গায়েব করতে লঙ্কাকাণ্ড বন্দি হল ক্যামেরায়
এক পুলিশ আধিকারিক ঘুষ নিয়েছেন বলে অভিযোগে তাঁকে পাকড়াও করেন ভিজিলান্স আধিকারিকরা। তারপর যা হল তা দেখে স্তম্ভিত হয়ে গেলেন সকলে।
মোষ চুরি গিয়েছে বলে অভিযোগ করেন এক ব্যক্তি। তাঁর মোষ যাতে পুলিশ ফিরে পেতে সাহায্য করে সেজন্য থানায় গিয়ে চিঠি জমা দেন। অভিযোগ কর্তব্যরত পুলিশ আধিকারিক তাঁর মোষ চুরির কিনারা করার জন্য ১০ হাজার টাকা ঘুষ চান।
চাহিদা মত ৬ হাজার টাকা শুভনাথ নামে ওই ব্যক্তি দিয়েও দেন। ভিজিলান্স আধিকারিকদের তিনি তাই জানিয়েছেন। বাকি থাকা ৪ হাজার অবশ্য দেওয়ার আগে তিনি পুলিশের ওপর মহলে অভিযোগ দায়ের করেন।
তাঁর কাছ থেকে অভিযোগ পেয়ে ভিজিলান্স আধিকারিকরা শুভনাথের পিছনে লুকিয়ে থেকে ৪ হাজার টাকা ওই পুলিশ আধিকারিককে দেওয়ার সময় তাঁকে হাতেনাতে পাকড়াও করেন।
পাকড়াও হওয়া পুলিশ আধিকারিক যখন বুঝতে পারেন যে তিনি ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে গেছেন, তখন উপায় না দেখে তিনি জোর করে হাতে থাকা টাকা মুখে পুরে খেয়ে নেওয়ার চেষ্টা করেন।
এদিকে যাতে ওই টাকা তিনি গিলে ফেলতে না পারেন সেজন্য ভিজিলান্স আধিকারিকরা তাঁকে চেপে ধরে আটকানোর চেষ্টা করেন। শুরু হয় ধস্তাধস্তি।
মুখে যাতে হাত না ঢোকাতে পারেন তিনি সে চেষ্টা চালাতে থাকেন ২ ভিজিলান্স আধিকারিক। এভাবে একসময় রাস্তায় শুয়েও পড়েন অভিযুক্ত পুলিশ আধিকারিক।
পরে টাকা খেয়ে ফেলা ওই পুলিশ আধিকারিককে নিয়ে যান ভিজিলান্স আধিকারিকরা। পুরো ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপরই তা হুহু করে ছড়াতে থাকে। ঘটনাটি ঘটেছে ফরিদাবাদে।