National

হেলিকপ্টার নিয়ে সোজা মন্দিরে অবতরণ করলেন ব্যবসায়ী

হেলিকপ্টার নিয়ে এ দেশে ঘুরে বেড়ানোই অস্বাভাবিক হিসাবে দেখা হয়। সেখানে এক ব্যবসায়ী তো সোজা মন্দিরেই নেমে পড়লেন হেলিকপ্টার নিয়ে।

একটা হেলিকপ্টার নেমে আসছে নিচের দিকে। অনেক ভক্তই বিষয়টি নজর করেছিলেন। অবাকও হয়েছিলেন। ভেবেছিলেন কাছেপিঠে হয়তো কোথাও নামবে হেলিকপ্টারটি।

কিন্তু সকলকে আরও অবাক করে হেলিকপ্টারটি সোজা নেমে আসে মন্দিরের চাতালে। হেলিকপ্টার থেকে নেমে আসেন মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল বিদ্যাসাগর রাও, ব্যবসায়ী শ্রীনিবাস রাও এবং শ্রীনিবাসের পরিবারের কয়েকজন।


কি হচ্ছে সেটা কিছুতেই আশপাশের মানুষ বুঝে উঠতে পারছিলেননা। তবে মন্দিরের ৩ অন্যতম পুরোহিত দ্রুত এগিয়ে আসেন ব্যবসায়ী শ্রীনিবাস রাওয়ের দিকে। তারপর হেলিকপ্টারের সামনে শুরু হয় বিশেষ পুজো। চলতে থাকে নানা আচার।

এ দেশে কেউ বাইক কিনলে বা গাড়ি কিনলে মন্দিরে হাজির হন বাহন পুজো দিতে। পুজো দিয়ে সেই যান নিয়ে রাস্তায় বার হতে চান তাঁরা। কিন্তু কেউ যে হেলিকপ্টার কিনে এভাবে মন্দিরের চাতালে অবতরণ করে বাহন পুজো করান তা এই ঘটনায় প্রকাশ পেয়েছে।


এই হেলিকপ্টারটি ব্যবসায়ী শ্রীনিবাস রাও নিজের ব্যক্তিগত ব্যবহারেই কিনেছেন। দাম পড়েছে ভারতীয় মুদ্রায় ৪৭ কোটি টাকার চেয়ে কিছু বেশি। হেলিকপ্টারটি কেনার পর তিনি তেলেঙ্গানার ইয়াদাদ্রি-র লক্ষ্মী নরসিমা স্বামী মন্দিরে সেটি নিয়ে এসে এভাবে বাহন পুজো করান।

তারপর সেটি নিয়ে মন্দির চত্বর থেকে তাঁর পরিবারের লোকজনকে নিয়ে উড়ে যান আশপাশের পাহাড়ি এলাকার সৌন্দর্য আকাশ থেকে উপভোগ করতে।

প্রসঙ্গত তেলেঙ্গানার ব্যবসায়ী শ্রীনিবাস রাও একাধারে পরিকাঠামো, বিদ্যুৎ উৎপাদন, উৎপাদন, টেলিকম এবং হাসপাতাল ব্যবসার সঙ্গে যুক্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button