রান্নাঘর এক রাজ্যে, শুতে হয় অন্য রাজ্যে, গৃহবাসীদের প্রাণ ওষ্ঠাগত
একই বাড়িতে শুতে হয় এক রাজ্যে। আর অন্য রাজ্যে হয় রান্না। এমনই এক বিভ্রান্তির মধ্যে দিনের পর দিন কাটাতে হয় পরিবারকে। তবে অনেক সুবিধাও রয়েছে।
এ এক চরম বিপত্তি। তবে বিপত্তিটি বেশ তারিয়েই উপভোগ করছেন বাড়িটির গৃহবাসীরা। ভারতেরই ২ রাজ্যের মধ্যে ভাগ হয়েছে তাঁদের ওই ছোট্ট বাড়ি। যেখানে সাকুল্যে ২ ভাইয়ের ১৩ জনের পরিবারের বাস।
২ ভাইয়ের মধ্যে হাঁড়ি আলাদা হয়েছে ঠিকই, তবে তাঁরা বাড়িতে একসঙ্গেই বাস করেন। সমস্যা হল তাঁদের রান্নাঘর একটি রাজ্যে তো শোওয়ার ঘর অন্য রাজ্যে।
বাড়ির দেওয়ালে চক দিয়ে রেখা টেনে বাড়িটিকে নিজেদের অংশ করেছে ২টি রাজ্য। তেলেঙ্গানা ও মহারাষ্ট্র এই ২ রাজ্যের মধ্যে ভাগ হয়েছে ওই ১টি বাড়ি।
চন্দ্রপুর জেলার মহারাজগুড়া-র এই বাড়ি রীতিমত দেখার জিনিস হয়ে উঠেছে। যে বাড়ি ২ রাজ্যেরই অংশ। এতে এক বিভ্রান্তি তৈরি হলেও তাতে খুশি বাড়ির বাসিন্দারা।
মহারাষ্ট্র ও তেলেঙ্গানা ২ সরকারের যত আমজনতার জন্য প্রকল্প রয়েছে তার সুবিধা ভোগ করেন এই বাড়ির বাসিন্দারা। ২ রাজ্যেরই বাসিন্দা হওয়ায় তাঁরা ২ রাজ্যের সুবিধা একসঙ্গে ভোগ করেন। তবে ২ রাজ্যকেই খাজনা গুনতে হয় তাঁদের।
যদিও তাতে খুব একটা দুঃখিত নন বাড়ির ২ কর্তা। ২ ভাই মনে করছেন ২ রাজ্যের নানা সুবিধা যেভাবে তাঁরা পাচ্ছেন তার সামনে কর প্রদান বড় সমস্যা নয়।
২ রাজ্যের বাসিন্দা হয়ে দিব্যি চলে যাচ্ছে তাঁদের। খালি মনে রাখতে হয় রান্নার জন্য তেলেঙ্গানায় যেতে হলে শুতে আসতে হয় মহারাষ্ট্রে।