বাটি হাতে মেট্রো রেলে ভিক্ষা করলেন যুব বিজেপি কর্মীরা
বাটি হাতে যাত্রীদের সামনে গিয়ে ভিক্ষা চাইছিলেন কয়েকজন যুবক। যা দেখে কিছুটা অবাকই হয়েছিলেন মেট্রো রেলের যাত্রীরা। তাঁদের পোশাকও অবাক করে সকলকে।
হাতে ভিক্ষা পাত্র। তা হাতেই মেট্রো রেলের কামরায় ঘুরছেন কয়েকজন যুবক। যাত্রীদের কাছে ভিক্ষা চাইছেন। কয়েকজন তাঁদের পাত্রে ভিক্ষা দেনও। তবে এঁরা কেউ ভিখারি নন। এঁদের পরনের পোশাকও মেট্রো যাত্রীদের অবাক করে।
তাঁদের পরনে ছিল স্নাতক হওয়ার পর যে বিশেষ পোশাক পরে ছাত্র ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপস্থিত হয়ে তাঁদের পাশ করার শংসাপত্র গ্রহণ করেন সেই পোশাক। এমন এক পোশাকে কয়েকজন যুবকের এই ভিক্ষা যেমন মানুষের নজর কাড়ে, তেমনই তাঁদের দলীয় অবস্থানও।
এঁরা প্রত্যেকেই বিজেপি কর্মী। প্রতিবাদের ভাষা হিসাবেই এই অনন্য পথ গ্রহণ করেন তাঁরা। যা রীতিমত সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার হায়দরাবাদে। তেলেঙ্গানায় এখন ক্ষমতায় রয়েছে ভারত রাষ্ট্র সমিতি সরকার। যার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও রাজ্যে কর্মসংস্থান তৈরিতে সম্পূর্ণ ব্যর্থ বলে দাবি করে এই নতুন এক প্রতিবাদের ভাষা বেছে নিয়েছে বিরোধী বিজেপি।
তেলেঙ্গানার স্নাতক যুব সমাজের হাতে এখন কাজ নেই। চাকরি নেই। রাজ্যসরকারের বিরুদ্ধে তাই তাঁদের এই স্নাতক ভিখারি প্রতিবাদ।
কেসিআর সরকার শিক্ষিত বেকারদের চাকরি দিতে পারছেনা। রাজ্য জুড়ে বেকারত্ব বাড়ছে। এর বিরুদ্ধেই তেলেঙ্গানা জুড়ে সোচ্চার হয়েছে বিজেপি।
হায়দরাবাদের মেট্রো রেলে বিজেপি যুবদের এই প্রতিবাদ কিন্তু তেলেঙ্গানায় ক্রমশ বিজেপির প্রতিবাদের সুরকে শক্তিশালী করে তোলার রাস্তায় এক ধাপ এগিয়ে দিল। কারণ এই প্রতিবাদ দ্রুত তেলেঙ্গানা জুড়ে মানুষের মনে প্রভাব ফেলতে পারবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা