এফসিআইতে চাকরি পাওয়া যুবকরা আসল ঘটনা বোঝার আগেই সব ফাঁকা
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে চাকরি পাওয়ার আনন্দটা তাঁদের বেশিদিন কপালে জুটল না। চাকরির এই মন্দার বাজারে এফসিআইতে চাকরি পাওয়াটা তাঁদের জন্য শিক্ষার হয়ে গেল।
এফসিআই-তে চাকরির ইন্টারভিউ দিতে সঠিক সময়েই হাজির হয়েছিলেন তাঁরা। এরপর এক এক করে ইন্টারভিউ দিতে যান। এফসিআই অফিসেই হয় ইন্টারভিউ।
এঁদের মধ্যে গুটিকয়েকেরই নাম শিকেয় ছেঁড়ে। তবে খালি হাতে নয়, অর্থের বিনিময়ে। এঁরা টাকার বিনিময়ে চাকরিও পেয়ে যান। চাকরিতে যোগ দেওয়ার চিঠিও হাতে পেয়ে যান।
কেন্দ্রীয় সরকারি চাকরিতে যোগ দেওয়ার চিঠি তাঁদের হাতে। এটা ভেবেই তাঁদের আনন্দ বাঁধ মানছিল না। পরিবারও বাড়ির সন্তানের এই সাফল্যে বেজায় খুশি। কিন্তু সেই চিঠি নিয়ে ওই প্রার্থীরা চাকরিতে যোগ দিতে গিয়ে বুঝতে পারেন যা সর্বনাশ হওয়ার তা হয়ে গেছে।
তাঁরা জানতে পারেন এমন কোনও এফসিআই অফিস হয়না। ওখানে কোনও অফিস নেই। একটা জায়গা ভাড়া করে সেখানে এফসিআইয়ের বোর্ড টাঙিয়ে, সেটাকে এফসিআই অফিস দেখিয়ে, আদপে তাঁদের সব টাকা আত্মসাৎ করেছে ঠগেরা। টাকা হাতানোর পরই পাততাড়ি গুটিয়ে ওই ভাড়াবাড়ি ছেড়ে তারা চম্পট দিয়েছে।
দ্রুত সকলে পুলিশের কাছে ছোটেন। পুলিশ সব শোনার পর তদন্তে নেমে ২ জনকে গ্রেফতার করেছে। তবে পুলিশ এই গ্যাংটির কথা আগেই জানত।
২০২১ সালেও এক যুবককে ১ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে এই গ্যাংটিই ঠকিয়েছিল চাকরির ভুয়ো চিঠি ধরিয়ে। সেটাও এফসিআইয়ের চিঠি ছিল। এবারও তাই। এই গ্যাংটিতে আর কারা জড়িত তার খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনাটি ঘটেছে লখনউ শহরের মহানগর এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা