
পাশবিক বললেও হয়তো কম বলা হবে। এমনই এক ঘটনা সামনে আসার পর হতবাক দিল্লির নিহাল বিহার এলাকা। মদের নেশায় চুর হয়ে স্ত্রীকে থেঁতলে মেরে তারপর মৃতদেহের সঙ্গে যৌনমিলন করল পেশায় রিক্সাচালক এক যুবক। তারপর মৃত স্ত্রীয়ের পাশে শুয়ে ঘুমিয়েও পড়ে সে। ঘটনার তিনদিন পর প্রদীপ শর্মা নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় প্রদীপ জানিয়েছে, স্ত্রীর সঙ্গে অন্য কারও সম্পর্ক আছে বলে মনে করত সে। এনিয়ে দুজনের মধ্যে বেশ কয়েকদিন ধরেই মনমালিন্য চলছিল। তার ওপর গত ৩০ মে বাড়ি ভাড়ার টাকা না দিতে পারায় বাড়িতে নোটিস পাঠিয়েছিলেন বাড়িওয়ালা। রাতে আকণ্ঠ মদ্যপান করে বাড়ি ফিরলে তার স্ত্রী মণিকা তাকে বাড়ি ভাড়া মেটানোর বিষয়টি জানান। টাকা মেটানোর কথা শুনেই ক্ষেপে ওঠে প্রদীপ। স্ত্রীর সঙ্গে শুরু হয় তুমুল ঝগড়া। প্রদীপ পুলিশকে জানিয়েছে, এই সময়ে মদের ঘোর আর প্রচণ্ড রাগের অন্ধ হয়ে সে মণিকাদেবীর মুখ ইট মেরে থেঁতলে দেয়। তারপর তাঁর মাথা দেওয়ালে ঠুকে ঠুকে তাঁকে মেরে ফেলে। স্ত্রী মারা যাওয়ার পর তাঁর নিথর দেহের সঙ্গে যৌনমিলন করে সে। পরে মৃত স্ত্রীয়ের পাশে শুয়েই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙলে সে বুঝতে পারে কী করেছে। ফলে যতটুকু বুদ্ধিতে তখন কুলিয়েছে প্রমাণ লোপাট করে সেখান থেকে চম্পট দেয় বছর ২৫-এর ওই যুবক। পুলিশ তার খোঁজ শুরু করে। তিন দিন পর গত শুক্রবার নাংলোই স্টেশন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।